Fifty Questions and Answers of Indian Geography || চাকরির পরীক্ষার জন্য পঞ্চাশটি ভূগোলের উপর প্রশ্ন উত্তর
Geography Questions & Answers |
1. প্রাচীন ইতিহাসের নিদর্শন চন্দ্রকেতু গড় এখন পশ্চিমবঙ্গের কোন জেলার অন্তর্গত?
👉 উত্তর ২৪ পরগনা।
2. সমুদ্র স্তর থেকে দার্জিলিং শহরের উচ্চতা কত?
👉 ২,০৪২ মিটার।
3. জলপাইগুড়ির কোথায় ফেল্ডস্পার পাওয়া যায়?
👉 বক্সা দুয়ার।
4. পশ্চিমবঙ্গের কোন নদীর নাম বাংলাদেশে করলা?
👉 জলঢাকা।
5. ভারতের কোথায় জাফরান পাওয়া যায়?
👉 কাশ্মীর উপত্যকায়।
6. তামাক উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত?
👉 ৩য়।
7. ব্যারােমিটারে ৭৫.০১ সেন্টিমিটার পারদ উচ্চতাকে কত হিসাবে ধরা হয়?
👉 ১,০০০ মিলিবার।
8. ভারতের কয়লাখনিগুলি কোন বছর জাতীয়করণ হয়?
👉 ১৯৭২-৭৩ সালে।
9. ভারতের উচ্চতম মালভূমির নাম কী?
👉 লাদাখ মালভূমি (উচ্চতা ৩,০০০ মিটারের বেশি)।
10. পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে সীমান্ত দৈর্ঘ্য কত?
👉 ৯০০ কিলােমিটার।
11. মান্নার উপসাগর কোথায় আছে?
👉 আন্দামান দ্বীপপুঞ্জের দক্ষিণাংশে।
12. পশ্চিমবঙ্গের কোথায় রিজার্ভ ব্যাঙ্কের নােট মুদ্রণ কেন্দ্র আছে?
👉 শালবনী।
13. পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোন পর্বতমালার সঙ্গে যুক্ত হয়েছে?
👉 নীলগিরি।
14. কোন নদী বিহার থেকে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ওড়িশায় গিয়ে পড়েছে?
👉 সুবর্ণরেখা।
15. ভারতের ব্যবচ্ছিন্ন মালভূমি কোনটি?
👉 বিন্ধ্য মালভূমি।
16. পশ্চিমবঙ্গের কোন অংশ ১৯৫৬ সালের আগে পর্যন্ধ বিহারের অন্তর্গত ছিল?
👉 পুরুলিয়া জেলার কিছু অংশ।
17. সিমেন্ট শিল্পের জন্য কোন দু’টি খনিজ পদার্থ একান্ত অপরিহার্য?
👉 চুনাপাথর ও ম্যাঙ্গানিজ।
18. ভারতের কোন হ্রদের জল সবচেয়ে বেশি লবণাক্ত?
👉 সম্বর।
19.কৃত্রিমভাবে তৈরি গােবিন্দ সাগর’হ্রদ কোন রাজ্যে আছে?
👉 হিমাচল প্রদেশে।
20. শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে আছে?
👉 কর্ণাটকে।
21. ইপিকাক ও সিঙ্কোনা চাষ পশ্চিমবঙ্গের কোথায় হয়?
👉 দার্জিলিংয়ের মংপুতে।
22. ভারতের দীর্ঘতম সেচখাল কোনটি?
👉 যমুনা খাল।
23. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কী?
👉 ভাকরা-নাঙ্গাল প্রকল্প।
24. ভারতের সেচসেবিত কৃষিজমির সবচেয়ে বেশি অংশে কোন পদ্ধতির মাধ্যমে জলসেচ করা হয়?
👉 খাল।
25. পশ্চিমবঙ্গের কোন নদীতে বহুমুখী নদী পরিকল্পনা রূপায়িত হয়েছে?
👉 দামােদর।
26. ভারতের সেচপ্লাবিত জমির হিসাবে প্রথম স্থান অধিকার করে আছে কোন রাজ্য?
👉 পঞ্জাব।
27. জলাশয়ের সাহায্যে জলসেচের প্রচলন ভারতের কোন অংশে বেশি?
👉 দক্ষিণ ভারতে।
28. মহারাষ্ট্রের মালভূমি কী জাতীয় মালভূমি?
👉 লাভা গঠিত মালভূমি।
29. পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতটির নাম কী?
👉 দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা (৮,০০০ কিলােমিটার)।
30. 'আবহবিকার’ শব্দটি কোথা থেকে এসেছে?
👉 আবহাওয়া থেকে।
31. সিন্ধুনদ কোন-কোন দেশের ওপর দিয়ে বয়ে চলে?
👉 চিন, ভারত ও পাক-ই-স্তান।
32.ব্রহ্মপুত্র নদ কোন-কোন দেশের ওপর দিয়ে বয়ে চলে ?
👉 চিন, ভারত ও বাংলাদেশ।
33. এশিয়া মহাদেশের দু’টি বড় দ্বীপের নাম কী?
👉 শ্রীলঙ্কা ও লাক্ষাদ্বীপ।
34. এশিয়া মহাদেশের দু'টি বড় দ্বীপপুঞ্জের নাম কী কী?
👉 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও ফিলিপিন্স দ্বীপপুঞ্জ।
35. ভারতের দ্বিতীয় বৃহত্তম বায়ু বিদ্যুৎকেন্দ্র কোথায় আছে?
👉 তামিলনাড়ুর মুপাণ্ডলে।
36. কোন রাজ্যের অধিবাসীরা নিজেদের ‘কুভলি পাক’ নামে ডাকেন?
👉 মণিপুর রাজ্যের মায়েতেসেই অধিবাসীরা।
37. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
👉 সান্দাকফু ( ৩,৬৩৬ মিটার )
38. মাউন্ট এভারেস্টের সরকারি নাম কী?
👉 P₁₅
39. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
👉 গডউইন অস্টিন বা K₂ ( ৮,৬১১ মিটার )।
40. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
👉 কাঞ্চনজঙ্ঘা ( ৮,৫৮৬ মিটার )।
41. উত্তর থেকে দক্ষিণে হিমালয়কে ক’টি ভাগে ভাগ করা হয়?
👉 ৪ ভাগে।
42. ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কী?
👉 মাউন্ট কৈলাস ( ৬,৭১৪ মিটার )।
43. ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি আছে?
👉 কেরালায়।
44. এলিফ্যান্ট ফলস , বিডল ফলস , সুইট ফলস ও বিশপ ফলস কোথায় আছে?
👉 শিলংয়ে।
45. জয়পুর শহরের নাম আগে কী ছিল?
👉 অম্বর।
46. ‘পিপলস স্কোয়ার’ কোথায় আছে?
👉 চিনের সাংহাই শহরে।
47. ভারতের সঙ্গে ভুটানের সংযােগকারী সীমান্ত শহর কোনটি?
👉 ফুন্টশিলিং।
48. নেপালে শিবালিক পবর্তশৃঙ্গ কী নামে পরিচিত?
👉 চুরিয়ামুরিয়া।
49. পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে যে নতুন দ্বীপটি জেগে উঠেছে , তার নাম কী?
👉 পূর্বাশা।
50. নয়াচর দ্বীপটি স্থানীয়ভাবে কী নামে পরিচিত?
👉 অগ্নিমারীচর।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.