Breaking

Jul 27, 2020

Fifty questions and answers of general science Set 2 || সাধারন বিজ্ঞানের পঞ্চাশটি প্রশ্ন এবং উত্তর সেট ২

Fifty questions and answers of general science Set 2 || সাধারন বিজ্ঞানের পঞ্চাশটি প্রশ্ন উত্তর সেট ২
Fifty questions and answers of general science Set 2
Fifty questions and answers of general science Set 2 

1. চালতার কোন অংশটি ভোজ্য?
👉 বৃতি।
2.  মাছের ফুলকা-পচন রােগ কী ঘটিত? 
👉 ছত্রাক (Branchionyces sanguinis)
3. মাইটোকনড্রিয়া কী কারণে স্বপ্রজননশীল? 
👉 DNA থাকার জন্য।
4. সাইন্যাপসিস কী?
👉 হােমোলােগাস ক্রোমােজোমের জোরবন্ধন অবস্থা।
5. কোলাজেন তন্তু কী হিসাবে প্রােটিন ধারণ করে?
👉 রাসায়নিকভাবে।
6. কোন পেশীর নিঃসাড়কাল সবচেয়ে বেশিক্ষণ স্থায়ী?
👉 হৃৎপেশীর।
7. মাম্পস, মােজাইক ও পােলিও ভাইরাসের আকৃতি কেমন?
👉 মাস্পস ডিম্বাকার, মােজাইক দণ্ডাকার, পােলিও গােলাকার।
8. সাধারণ ঠান্ডা লাগার জন্য কোন ভাইরাস দায়ী?
👉 Rhino Virus.
9. কলেরা ব্যাকটিরিয়ার আকৃতি কেমন?
👉 কমাকৃতি।
10. প্রাণীজ ফ্যাট কঠিন ও উদ্ভিজ্জ ফ্যাট তরল অবস্থায় থাকে কোন তাপমাত্রায়?
👉 ঘরের তাপমাত্রায়।
11. সেন্ট্রিওল আবিষ্কার করেন কে?
👉 বােভেরী।
12. অগ্ন্যাশয় থেকে ইনসুলিন আলাদা করেন কােন বিজ্ঞানী?
👉 Federick Banting ও Charles Best.
13. ক্রোমােজোম নামটি কার দেওয়া?
👉 Waldeyer.
14.Camellia কোন গাছের গণ নাম?
👉 চা গাছ।
15. শ্রেণিবিন্যাসের একককে কী বলে?
👉 Taxon.
16. বিজ্ঞানী Whittaker জীবজগৎকে ক'টি ভাগে ভাগ করেছিলেন?
👉 5টি।
17. শিশুকে অন্তত কতবার পােলিও'র ওষুধ খাওয়ানাে দরকার?
👉 5 বার।
18. ভারতে Pulse Polio Immunization কবে শুরু হয়?
👉 1995
19. বদ্ধ জলাশয়ে শৈবালের বৃদ্ধিকে কী বলা হয়? 
👉 ইউট্রফিকেশন।
20. সুষম খাদ্য হলেও ডিম ও দুধে কোন ভিটামিন থাকে না?
👉 ভিটামিন C.
21. বিশ্ব খাদ্য দিবস কোন দিনে পালিত হয়?
👉 ১৬ অক্টোবর।
22. দ্রুতগামী পতঙ্গ কোনটি?
👉 Deer bot fly
23. সবচেয়ে ছোট সাপের নাম কি?
👉 Loptotyphlops
24. কোন প্রাণীর গর্ভধারণকাল সবচেয়ে বেশি?
👉 হাতি।
25. আদিমতম স্তন্যপায়ী প্রাণী কোনটি?
👉 Echidna.
26. স্বাভাবিক ও সুস্থ মানুষের দেহে কেশের সংখ্যা কত?
👉 6x10 মিলিয়ন।
27. কোন প্রানীর দাঁত জন্মের আগেই বিনষ্ট হয়?
👉 তিমি।
28. বিশ্ব অরণ্য দিবস কোন দিন পালিত হয়?
👉 ২১ মার্চ।
29. কোন বিজ্ঞানকে ‘ফাইটোলজি' বলে?
👉 উদ্ভিদবিজ্ঞান।
30. সবচেয়ে বড় পেশির নাম কি?
👉 গ্লুটিয়াস।
31. ফুসফুসের বায়ুর পরিমাণ নির্ণয় করে কোন যন্ত্র?
👉 স্পাইক্লোমিটা।
32. 'Flora India'  বইটি কার রচনা?
👉 Roxburg.
33. পৃথিবীর প্রাণী ভৌগােলিক বিভাজন নির্ণয় করেন কোন বিজ্ঞানী?
👉 P L. Sclater.
34. 'Zels Bland' কোথায় থাকে?
👉 চোখে।
35. Pasteurella কোন রোগের জন্য দায়ী?
👉 প্লেগ।
36. দৌড়বিদদের Foot disease কোন
ছত্রাকের কারণে হয়?
👉 Taenia Pedis.
37. মানব মহিষ্কের ওজন কত?
👉 ১.৩৬ কিলােগ্রাম।
38. একটি বিষাক্ত মাছের নাম বলুন?
👉 Stone fish
39. একটি লাল শৈবালের নাম বলুন?
👉 Polysiphonia.
40. কোন ছত্রাক খাদ্য হিসাবে গ্রাহ্য?
👉 Agaricus bisporus
41. ছত্রাকে কোন কোন ভিটামিন রয়েছে?
👉 ভিটামিন C ও D.
42.Virus এই ল্যাটিন শব্দটির অর্থ কী?
👉 Poison (বিষ)।
43. Rubella ভাইরাস কী রােগের জন্য দায়ী?
👉 হাম।
44. lchthyology কাকে বলে?
👉 মৎস্য সম্পর্কীত বিজ্ঞান।
45. Trypanosorna পরজীবীটি কোন রােগ সৃষ্টি করে? 
👉 Trypanosomiasis বা, স্লিপিং সিকনেস।
46. Sycon কোন জাতীয় প্রাণী?
👉 স্পঞ্জ।
47. পাখির শব্দ সৃষ্টিকারী অঙ্গ কোনটি?
👉 Syrinx.
48. ম্যাগট কাকে বলে?
👉 মাছির লার্ভা।
49. ঝি ঝি পােকার লার্ভাকে কী বলে?
👉 গ্রাব।
50. জীবদেহের বয়ঃবৃদ্ধির কারণ ও পরিবর্তনের আলােচক শাখাকে কী বলে?
👉 জেরন্টোলজি।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.