Breaking

Jun 15, 2024

50 Questions and Answers of Indian history for Competitive Exams Set 1 || পঞ্চাশটি ভারতের ইতিহাসের প্রশ্ন উত্তর প্রতিযোগিতামূলক পরিক্ষার জন্য সেট 1

50 Questions and Answers of Indian history for Competitive Exams Set 1 || পঞ্চাশটি ভারতের ইতিহাসের প্রশ্ন উত্তর প্রতিযোগিতামূলক পরিক্ষার জন্য সেট 1   

ভারতের ইতিহাসের প্রশ্ন উত্তর


1. ‘হরপ্পা সভ্যতার জনক' কাকে বলা হয়?
👉 আলেকজান্ডার কানিংহাম’কে।
2. কোন সভ্যতার লােকেরা পৃথিবীতে প্রথম তুলাের চাষ শুরু করে? 
👉 সিন্ধু সভ্যতা।
3. পৃথিবীতে বস্ত্র শিল্পের শুরু হয় কোন সভ্যতার হাত ধরে? 
👉 সিন্ধু সভ্যতা।
4. এখনাে পর্যন্ত খননকার্য চালিয়ে হরপ্পা সভ্যতার মােট কতটা এলাকা আবিষ্কৃত হয়েছে?
👉 ১.৩ মিলিয়ন বর্গ কিলােমিটার।
5. হরপ্পা সভ্যতার মােট ক’টি গুরুত্বপূর্ণ শহর আবিষ্কৃত হয়েছে? 
👉 ১৪০০টি।
6. এখনাে পর্যন্ত আবিষ্কৃত হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ শহরের মধ্যে মােট কটি ভারতে আছে আর ক’টি পাক-ই-স্তানে আছে?
👉 ৯০০টি (ভারতে) ও ৫০০টি (পাক-ই-স্তানে)।
7. প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
👉 পাটলিপুত্র (আনুমানিক ৩০০ খ্রীঃপূঃ)।
৪. প্রথম জৈন সম্মেলনের নেতৃত্ব দেন কে?
👉 স্থূলভদ্র।
9. হর্ষঙ্ক বংশের কোন সম্রাটের আমলে গৌতম
বুদ্ধ দেহত্যাগ করেন? 
👉 অজাতশত্রু।
10. হর্ষঙ্ক বংশের কোন সম্রাট অঙ্গ রাজ্য (এখন পূর্ব বিহার) জয় করে দক্ষিণ ভারতে বাণিজ্যের পথ সুগম করেন?
👉 বিম্বিসার।
11. বিম্বিসারের সময় মগধের রাজধানী কোথায় ছিল?
👉 রাজগৃহ।
12. অজাতশত্রুর ছেলে উদীয়ভদ্র কবে সিংহাসনে বসেন?
👉 ৪৯২ খ্রীঃপূঃ।
13. হর্ষঙ্ক বংশের কোন সম্রাট তার রাজধানী রাজগৃহ থেকে সরিয়ে পাটলিপুত্রে নিয়ে যান?
👉 উদয়ভদ্র।
14. নন্দ বংশের কোন সম্রাট কলিঙ্গ রাজ্য জয় করেন? 
👉 মহাপদ্মনন্দ।
15. কোন রাজ্য দখলের পর মহাপদ্মনন্দ ‘একরাট’ উপাধি নেন? 
👉 কলিঙ্গ।
16. গ্রীক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করার সময় মগধে কোন সম্রাট সিংহাসনে ছিলেন?
👉 নন্দ বংশের শেষ রাজা ধননন্দ।
17, ৩২৬ খ্রিস্টপূর্বে ভারত আক্রমণের পর গ্রীক বীর আলেকজান্ডার কত দিন এদেশে ছিলেন?
👉 ১৯ মাস।
18. আলেকজান্ডারের মৃত্যুর পর ভারতে তার দখলে থাকা জায়গা বা রাজ্যগুলি কার দখলে আসে?
👉 তার সেনাপতি সেলুকাসের।
19. ৩০৫ খ্রিস্টপূর্বে মগধের কোন সম্রাট আলেকজান্ডারের অধিকৃত ভূমি আধিকারের জন্য সেলুকাসের বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করেন?
👉 চন্দ্রগুপ্ত মৌর্য।
20, কোন মগধ সম্রাট ‘অমিত্রঘাত’ উপাধি নেন?
👉 বিন্দুসার।
21. চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার ছেলে বিন্দুসার কবে সিংহাসনে বসেন?
👉 ২৯৮ খ্রিস্টপূর্ব।
22. ‘দিওয়ান-ই-মাখজি’ বইটি কার লেখা?
👉 ঔরঙ্গজেবের (আলমগীরের) মেয়ে জেব-উন-নিসার’এর।
23. প্রাচীন কালে 'কেরালা পুত্র’ কোন সাম্রাজ্যের লােকদের বলা হত?
👉 চেরা।
24. ‘শ্ৰেষ্ঠী’ শব্দটি কোন যুগে বড় বণিকদের ক্ষেত্রে ব্যবহৃত হত?
👉 মৌর্য যুগে।
25. গুপ্ত রাজপরিবারের প্রতীক কী ছিল?
👉 বিষ্ণুর বাহন গরুড়।
26. কুষাণ আমলের মুদ্রায় কোন দেবতার প্রতিমূর্তি পাওয়া যায়?
👉 শিব
27., ‘দেবী চন্দ্রগুপ্ত’ বইটি কার লেখা?
👉 বিশাখদত্ত।
28. ‘কিরাতার্যুনীয়ম’কাব্যগ্রন্থটি কার লেখা?
👉 ভারবি।
29.পশু চিকিৎসা গ্রন্থ সংক্রান্ত ‘অশ্বশাস্ত্র' গ্রন্থটি
কার লেখা?
👉 শালিহােত্র।
30. ‘শূন্য’র ব্যবহার প্রথম কে করেন?
👉 বরাহমিহির।
31.‘গােলাধ্যায়’বইটি কার লেখা?
👉 আর্যভট্ট।
32, চন্দ্র গ্রহণ ও সূর্য গ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা ভারতে প্রথম কে আবিষ্কার করেন?
👉 আর্যভট্ট।
33. শাহনামা’বইটির রচয়িতা ফিরদৌসী কোণ সুলতানের সভাকবি ছিলেন? 
👉 সুলতান মামুদ।
34. ভারতের ইতিহাসে ‘দাস বংশ’ নামে কোন
রাজ বংশ পরিচিত ছিল?
👉 কুতুব-উদ-দ্বীন আইবকের প্রতিষ্ঠিত রাজবংশ।
35. প্রাচীন ভারতে কুষাণদের কী নামে ডাকা হত?
👉 ঋষিক।
36. মনুসংহিতায় স্বর্ণমুদ্রাকে কীনামে অভিহিত করা হয়েছে?
👉 সুবর্ণ।
37.নবাব জাফর আলি খানের (মিরজাফর) পূর্ব পুরুষরা কোন দেশের বাসিন্দা ছিলেন?
👉 আরব।
38. ‘এলাহাবাদ প্রশস্তি’তে সমুদ্রগুপ্তকে কী বলা হয়েছে?
👉 ‘কবিরাজ।
39. কোন সুলতান সর্বপ্রথম ‘দাগ’ ও ‘হুলিয়া’ প্রথা চালু করেন? 
👉 আলা-উদ-দীন খলজী।
40. ‘মুরুজ-উল-জহাব’ বইটি কার লেখা?
👉 আল-মাসুদি।
41.চিন তীর্থযাত্রী ফা-হিয়েন’এর লেখা বইটির নাম কি?
👉 'ফো-কোয়ু-কি' (Fo-Kouo-Ki) ।
42. খ্রিস্টীয় চতুর্থ শতকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় সিরিয়ার গ্রীকরাজ সেলুকাসের দূত হিসাবে কে আসেন?
👉 মেগাস্থিনিস ( ভারতবর্ষ নিয়ে তাঁর লেখা বইটির নাম ‘ দ্য ইণ্ডিকা ' )।
43. পেশােয়া প্রথম বালাজী বাজীরাও কী নামে বিখ্যাত?
👉 নানাসাহেব।
44. কর্ণাটকের তৃতীয় যুদ্ধে ফরাসিদের প্রধান সেনাপতি কে ছিলেন?
👉 কাউন্ট লালী।
45. ভারতের পর্তুগীজ উপনিবেশগুলির রাজধানী কোথায় ছিল?
👉 গােয়া।
46. 'পঞ্জাবের সিংহ' কাকে বলা হয়?
👉 রণজিৎ সিংহ 
47. নাগনন্দন’বইটি কার লেখা?
👉 হর্ষবর্ধন।
48. দৌলতাবাদ দূর্গ কোথায় আছে? 
👉 মহারাষ্ট্রে।
49. হিন্দি ভাষায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ‘উদন্ত মার্তণ্ড’ কার সম্পাদনায় কত সালে প্রকাশিত হয়?
👉 যুগলকিশাের শুকুল’এর সম্পাদনায় ১৮২৬ সালে কলকাতায়।
50. ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
👉 খাজা মইনুদ্দিন চিশতি। 

No comments:

Post a Comment

Don't Leave any spam link.