Breaking

Jul 23, 2020

Fifty Questions and Answers of General Science|| পঞ্চাশটি সাধারন বিজ্ঞানের প্রশ্ন উত্তর


Fifty Questions and Answers of General Science|| পঞ্চাশটি সাধারন বিজ্ঞানের প্রশ্ন উত্তর 


সাধারণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর


1. উদ্ভিদে সালােকসংশ্লেষ পদ্ধতির জন্য গুরুত্বপূর্ণ অঙ্গাণুটি কী?
👉 ক্লোরােপ্লাস্ট।
2. 'হ্যাপ্লয়েড' জীবের চেয়ে 'ডিপ্লয়েড জীবে অনেক বেশি লেথাল জিন দেখা যাওয়ার কারণ কী?
👉 হ্যাপ্লয়েডের ক্ষেত্রে একটি জিন একটি একক হিসাবে কাজ করে।
3. দীর্ঘ দিনের উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন?
👉 জিব্বারেলিন (Gibberellin)
4. একটি উদ্ভিদ কোশ, প্রাণী কোশ থেকে আলাদা হয় কীসের অভাবে?
👉 এন্ডােপ্লাজমিক রেটিকিউলাম।
5. এককোশী প্রাণী ও উদ্ভিদরা কোন গ্রুপের অন্তর্ভুক্ত? 
👉 প্রোটিস্টা।
6. পতঙ্গদের রেচন অঙ্গ কোনটি?
👉 ম্যালপিজিয়ান নালিকা।
7. স্বাদু জলের অ্যামিবাকে সমুদ্রে রাখলে তার সঙ্কোচী গহ্বরের কী পরিবর্তন হবে?
👉 ওটি পুরােপুরি লােপ পাবে।
8. নিষেক প্রক্রিয়া ছাড়া ফল উৎপন্ন হওয়াকে কি বলে?
👉 পার্থেনোকার্পি।
9. চর্বিকে উৎসেচক লাইপেজ কীসে রূপান্তরিত করে?
👉 ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিনে।
10. গাছ থেকে ছিড়ে আনার সময় টমেটো সাধারণত সবুজ থাকে। কিন্তু পরে তা লাল হয়ে যাওয়ার কারণ কী?
👉 ক্লোরােপ্লাস্ট, ক্রোমােপ্লাস্টে পরিবর্তিত হওয়া।
11. কারো শরীরে ভুল রক্ত সঞ্চালনের পরিণাম কী হতে পারে?
👉 রক্ত গ্রহীতার শরীরে লােহিত রক্ত কণিকা জমাট বাধবে।
12. হকি স্টিক তৈরিতে কোন, কাঠ ব্যবহৃত হয়?
👉 স্যালিক্স কাঠ।
13. একটি ফুলের পরাগধানী থেকে পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে কী বলে?
👉 অ্যালােগ্যামী।
14. বাজরা'র বৈজ্ঞানিক নাম কী?
👉 Pennisetum
15. আন্তঃকোশের তরলে কোন খনিজের অস্তিত্ব সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়?
👉 সােডিয়াম।
16, লাক্ষা বা, গালা আসলে কী? 
👉 কীটের শরীর থেকে নিঃসৃত রস।
17. ‘টাইটান' কোন গ্রহের উপগ্রহ?
👉 শনি।
18. সূর্যের ব্যাস কত?
👉 ১৩ লাখ ৮৪ হাজার কিলােমিটার।
19. কৃত্রিম উপগ্রহ থেকে মহাকাশচারীরা আকাশকে কী রঙে দেখেন?
👉 কালাে।
20. বিমান আকাশে উড়তে পারে কী কারণে?
👉 বিমানের ডানার ওপরের দিকে বাতাসের চাপ, ডানার নিচের দিকের বাতাসের চাপের তুলনায় কম।
21. কোনাে বস্তুর ঘনত্ব বলতে কী বােঝায়?
👉 প্রতি একক আয়তনের ভর।
22. চাপ পরিমাপ করা হয় কোন এককে?
👉 পাস্কল।
23. ফরাসি বিজ্ঞানী ব্লেইসে পাস্কল কী কারণে বিখ্যাত?
👉 তরল পদার্থের ওপর চাপ প্রয়ােগের ফলাফলের সূত্র বের করার জন্য।
24. 'E = Mc²'তত্ত্বটি কার? 
👉 অ্যালবার্ট আইনস্টাইনের।
25. সেলসিয়াস (সেন্টিগ্রেড) ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রার মধ্যে সম্পর্কের সূত্র কি?
👉   C/5 = (F - 32) / 9
26. জলে শব্দের গতিবেগ কত?
👉 সেকেন্ডে ১,৪০০ মিটার।
27. আলাের ক্ষেত্রে মূল রঙ কটি ও কী কী?
👉 ৩টি। লাল, সবুজ ও নীল।
28. ছবি আঁকা ও ছাপার ক্ষেত্রে মূল রঙ কটি ও কী কী?
👉 ৩টি।নীল, হলুদ ও ম্যাজেন্ডা।
29. হিলিয়াম, নিয়ন, আর্গ, ক্রিপ্টন, জেনন ও রেডন গ্যাসকে একসঙ্গে কোন গ্যাস বলে?
👉 নিষ্ক্রিয় বা, নােবেল গ্যাস।
30. কোন কোন ধাতু বিদ্যুতের সুপরিবাহী?
👉 রুপো, তামা, সােনা, অ্যালুমিনিয়াম ও টাংস্টেন।
31. কোন-কোন ধাতু মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়।
👉 লােহা ও কার্বন।
32. কোন-কোন ধাতু মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি হয়?
👉 লােহা, নিকেল ও ক্রোমিয়াম।
33. কোন-কোন ধাতু মিশিয়ে ব্রঞ্জ তৈরি হয়?
👉 তামা ও টিন।
34. কোন-কোন ধাতু মিশিয়ে জার্মান সিলভার’ তৈরি হয়?
👉 তামা, দস্তা ও নিকেল।
35. Aseel, Basara, Chittagong ইত্যাদি কী?
👉 দেশি জাতের মুরগি।
36. বিমানের এয়ারক্র্যাফট তৈরি হয় কোন ধাতু দিয়ে?
👉 ডুরালিয়াম
37. 'ক্যালসিয়াম অক্সিক্লোরাইড’ কী নামে পরিচিত?
👉 ব্লিচিং পাউডার।
38. 'ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট' কী নামে পরিচিত?
👉 প্লাস্টার অফ প্যারিস।
39. ‘সােডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট’ কী নামে পরিচিত?
👉 কাপড় কাচার সােডা।
40. ‘সােডিয়াম হাইড্রোজেন কার্বোনেট' কী নামে পরিচিত?
👉 বেকিং সােডা বা, খাওয়ার সাজা।
41. রেট্রোভাইরাস-এর উদাহরণ কী?
👉 HIV.
42. দু'টি কুঁজ বিশিষ্ট উট কোথায় পাওয়া যায়?
👉 গােবি মরুভূমিতে।
43. 'অ্যান্টি-সিরামে' কী ধরনের ‘সিরাম’ থাকে?
👉 অ্যান্টিবডি।
44. কোথায় বেসােফিল রক্তের হেপারিন উৎপন্ন হয়?
👉 বিভিন্ন প্রকার WBC-র মধ্যে।
45. EDTA রক্ততঞ্চন বিরােধী হিসাবে কোথায় ব্যবহৃত হয়? 
👉 ব্লাড ব্যাঙ্কে।
46. শিশুদের প্রােটিন অপুষ্টি জনিত রােগ কী?
👉 ম্যারাসমাস ও কোয়াসিওরকর।
47. ডিহাইড্রেশনের সময় দেহ তরলের পরিমাণ শতকরা কত বিনষ্ট হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে?
👉 20%
48. ভিটামিন এ -এর অভাবে কী ঘটতে পারে?
👉 জেরপথ্যালমিয়া।
49. স্টার্চ, সেলুলােজ, গ্লাইকোজেন কী?
👉 পলিস্যাকারাইডের উদাহরণ।
50. গ্যাস্ট্রিন কী?
👉 পাকস্থলী মধ্যস্থ G-কোশ থেকে ক্ষরিত একপ্রকার পেপটাইড হরমোন।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.