রেল গ্রুপ -ডি প্রশ্ন উত্তর |
1. আত্মঘাতী থলি কাকে বলে ?
(a) রাইবােজোম
(b) ডিকটিওজোম
(c) এন্ডোপ্লাজমিক তালিকা
(d) লাইসােজোম
2. মানুষের সুষুম্নাস্নায়ুর সংখ্যা কত ?
(a) 31 জোড়া
(b) 13 জোড়া
(c) 12 জোড়া
(d) 10 জোড়া
3. জিভের সামনের দিকে কোন স্বাদ গ্রহণের স্বাদকোরক থাকে ?
(a) মিষ্টি
(b) ঝাল
(c) তেতো
(d) টক
4. রুইমাছের দেহে কী ধরনের আঁশ থাকে ?
(a) টিনয়েড
(b) প্লাকয়েড
(c) সাইক্লয়েড
(d) গ্যানয়েড
(b) প্লাকয়েড
(c) সাইক্লয়েড
(d) গ্যানয়েড
5. রেসারপিন কোন বনৌষধিতে পাওয়া যায় ?
(a) সিঙ্কোনা
(b) ধুতুরা
(c) বাসক
(d) সর্পগন্ধা
(b) ধুতুরা
(c) বাসক
(d) সর্পগন্ধা
6. CO₂ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?
(a) ভন হেলমেন্ট
(b) ক্যাভেন্ডিস
(c) ল্যাভয়সিয়ে
(d) প্রিস্টলি
(b) ক্যাভেন্ডিস
(c) ল্যাভয়সিয়ে
(d) প্রিস্টলি
7. অল্ট্রামেরিন -এর রং কেমন ?
(a) নীল
(b) হলুদ
(c) কালো
(d) সাদা
(b) হলুদ
(c) কালো
(d) সাদা
৪. ঘুমের ঔষধ তৈরিতে নীচের কোনটি ব্যবহৃত হয় ?
(a) কলিচুন
(b) অ্যামােনিয়াম সালফেট
(c) ইউরিয়া
(d) সোডিয়াম কার্বনেট
(b) অ্যামােনিয়াম সালফেট
(c) ইউরিয়া
(d) সোডিয়াম কার্বনেট
9. অ্যাসিটিলিন গ্যাস কে আবিষ্কার করেন ?
(a) লাইবেগ
(b) এডমন্ড ডেভি
(c) বার্থেলো
(d) এমিলি
(b) এডমন্ড ডেভি
(c) বার্থেলো
(d) এমিলি
10. পেট্রালিয়াম আসলে কী ?
(a) অক্সিজেনঘটিত যৌগ
(b) সালফার ঘটিত যৌগ
(c) ফসফরাসঘটিত যৌগ
(d) হাইড্রোজেনঘটিত যৌগ
(b) সালফার ঘটিত যৌগ
(c) ফসফরাসঘটিত যৌগ
(d) হাইড্রোজেনঘটিত যৌগ
11. ভূপৃষ্ঠে কোন ধাতুটি সবচেয়ে বেশি পাওয়া
যায় ?
(a) ক্যালসিয়াম
(b) ম্যাগনেশিয়াম
(c) লোহা
(4) আলুমিনিয়াম
(b) ম্যাগনেশিয়াম
(c) লোহা
(4) আলুমিনিয়াম
12 রেশম ফুল একটি -
(a) কার্বোহাইড্রেট
(b) চর্বি
(c) হাইড্রোকার্বন
(d) প্রোটিন
(b) চর্বি
(c) হাইড্রোকার্বন
(d) প্রোটিন
13. সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
(a) বিউটেন
(b) মিথেন
(c) প্রপেন
(d) রেডন
(b) মিথেন
(c) প্রপেন
(d) রেডন
14. ইলেকট্রিক বাল্ব -এর ভিতর কোন গ্যাস থাকে ?
(a) হাইড্রোজেন
(b) অক্সিজেন
(c) নাইট্রোজেন
(d) কার্বন-ডাই-অক্সাইড
(b) অক্সিজেন
(c) নাইট্রোজেন
(d) কার্বন-ডাই-অক্সাইড
15. শক্তির একক কী ?
(a) ওয়াট
(b) জুল
(c) ভোল্ট
(d) অ্যামপিয়ার
(b) জুল
(c) ভোল্ট
(d) অ্যামপিয়ার
16. কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় ?
(a) অ্যানেমােমিটার
(b) ক্রনােমিটার
(c) স্ফিগমােম্যানােমিটার
(d) মাইক্রোমিটার
(b) ক্রনােমিটার
(c) স্ফিগমােম্যানােমিটার
(d) মাইক্রোমিটার
17. এরােপ্লেন কবে আবিষ্কৃত হয়েছিল ?
(a) 1895
(b) 1899
(c) 1903
(d) 1910
(b) 1899
(c) 1903
(d) 1910
18, আলেয়া কোন গ্যাসের জন্য হয় ?
(a) মিথেন
(b) অ্যামোনিয়া
(c) হাইড্রোজেন
(d) হিলিয়াম
(b) অ্যামোনিয়া
(c) হাইড্রোজেন
(d) হিলিয়াম
19. পৃথিবীর বৃহত্তম ফুলের নাম কী ?
(a) রডিল ফ্রিয়া
(b) জবা
(c) রজনীগন্ধা
(d) র্যাফ্লেশিয়া
(b) জবা
(c) রজনীগন্ধা
(d) র্যাফ্লেশিয়া
20. পাখি সংক্রান্ত বিদ্যাকে কী বলে ?
(a) ইথিওলজি
(b) অঙ্কোলজি
(c) অরনিথােলজি
(d) ইকোলজি
(b) অঙ্কোলজি
(c) অরনিথােলজি
(d) ইকোলজি
21. এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয় ?
(a) ব্যারােমিটার
(b) থার্মোমিটার
(c) পিকোমিটার
(d) হাইগ্রোমিটার
(b) থার্মোমিটার
(c) পিকোমিটার
(d) হাইগ্রোমিটার
22. তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন ?
(a) মেরি কুরি
(b) রাদারফোর্ড
(c) হেনরি বেকারেল
(d) এনরিকো ফার্মি
(b) রাদারফোর্ড
(c) হেনরি বেকারেল
(d) এনরিকো ফার্মি
23. তড়িৎশক্তির একক কী ?
(a) ওয়াট
(b) কিলােওয়াট ঘণ্টা
(c) ভােল্ট
(d) অ্যাম্পিয়ার
(b) কিলােওয়াট ঘণ্টা
(c) ভােল্ট
(d) অ্যাম্পিয়ার
24. জলের গভীরতা পরিমাপের জন্য জাহাজে কোন যন্ত্র ব্যবহৃত হয় ?
(a) সােনামিটার
(b) হাইড্রোমিটার
(c) ফ্যাদোমিটার
(d) অল্টিমিটার
(b) হাইড্রোমিটার
(c) ফ্যাদোমিটার
(d) অল্টিমিটার
25. একটি সেলাই মেশিনের থাকে:
(a) বৃত্তাকার গতি
(b) সরলরৈখিক গতি
(c) দোলন গতি
(d) ঘূর্ণন গতি
(b) সরলরৈখিক গতি
(c) দোলন গতি
(d) ঘূর্ণন গতি
26. 'নীল দর্পণ' ইংরাজিতে কে অনুবাদ করেন ?
(a) মধুসূদন দত্ত
(b) রেভ জেমস লং
(c) হরিশচন্দ্র মুখার্জি
(d) কালীপ্রসন্ন সিংহ
(b) রেভ জেমস লং
(c) হরিশচন্দ্র মুখার্জি
(d) কালীপ্রসন্ন সিংহ
27. ‘দিব্য জীবন' (লাইফ ডিভাইন) -এর লেখক
কে ?
(a) স্বামী বিবেকানন্দ
(b) কেশবচন্দ্র সেন
(c) সিস্টার নিবেদিতা
(d) অরবিন্দ ঘােষ
(b) কেশবচন্দ্র সেন
(c) সিস্টার নিবেদিতা
(d) অরবিন্দ ঘােষ
28. ভারত _________ রাষ্ট্র হিসেবে পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরি করেছে:
(a) পঞ্চম
(b) ষষ্ঠ
(c) সপ্তম
(d) অষ্টম
(b) ষষ্ঠ
(c) সপ্তম
(d) অষ্টম
29. নিয়মিত পুলিশ বাহিনী কে প্রথম গড়ে তােলেন?
(a) লর্ড ক্যানিং
(b) লর্ড ওয়ারেন হেস্টিংস
(c) লর্ড ওয়েলেসলি
(d) লর্ড কর্নওয়ালিস
(b) লর্ড ওয়ারেন হেস্টিংস
(c) লর্ড ওয়েলেসলি
(d) লর্ড কর্নওয়ালিস
30. 'ইন্ডিয়ান মিরর' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
(a) দেবেন্দ্রনাথ ঠাকুর
(b) রামমােহন রায়
(c) কেশবচন্দ্র সেন
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) রামমােহন রায়
(c) কেশবচন্দ্র সেন
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
31. 'গুরুকুল আশ্রম’ কে প্রতিষ্ঠা করেন?
(a) স্বামী দয়ানন্দ
(b) স্বামী বিবেকানন্দ
(c) স্বামী দেবনন্দ
(d) স্বামী শ্ৰদ্ধানন্দ
(b) স্বামী বিবেকানন্দ
(c) স্বামী দেবনন্দ
(d) স্বামী শ্ৰদ্ধানন্দ
32. 'কেকের দেশ' কোন দেশকে বলা হয় ?
(a) হল্যান্ড
(b) থাইল্যান্ড
(c) ফিনল্যান্ড
(d) স্কটল্যান্ড
(b) থাইল্যান্ড
(c) ফিনল্যান্ড
(d) স্কটল্যান্ড
33. সাইমুম কী ?
(a) বালুঝড়
(b) বালুচর
(c) প্রবালদ্বীপ
(d) কোনোটিই নয়
(b) বালুচর
(c) প্রবালদ্বীপ
(d) কোনোটিই নয়
34. WWF গঠিত হয় কত সালে ?
(a) 1960
(b) 1970
(c) 1961
d) 1971
(b) 1970
(c) 1961
d) 1971
35. ভােপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস লিক করেছিল?
(a) মিক
(b) DDT
(c) মিথেন
(d) ক্লোরিন
(b) DDT
(c) মিথেন
(d) ক্লোরিন
36. পোল্যান্ডের মুদ্রার নাম কি ?
(a) ওয়ারশ
(b) জোন্টি
(c) গুইলডেন
(d) ব্রোনাে
(b) জোন্টি
(c) গুইলডেন
(d) ব্রোনাে
37. ‘জেচুয়ান' শব্দটির অর্থ কয়টি নদী ?
(a) 2টি
(b) 4টি
(c) 6টি
(d) ৪টি
(b) 4টি
(c) 6টি
(d) ৪টি
38. 'গার্ডেন সিটি' কোন শহরকে বলে?
(a) চেন্নাই
(b) বেঙ্গালুরু
(c) হায়দ্রাবাদ
(d) কলকাতা
(b) বেঙ্গালুরু
(c) হায়দ্রাবাদ
(d) কলকাতা
39. পৃথিবীর কৌণিক মান কত?
(a) 0⁰
(b) 90⁰
(c) 180⁰
(d) 360⁰
(b) 90⁰
(c) 180⁰
(d) 360⁰
40. নাগরিকত্ব সংশােধনী আইন অনুসারে কত খ্রিস্টাব্দে ভারতে নাগরিকত্ব অর্জনের পদ্ধতিটিকে সরলীকৃত করা হয় ?
(a) 1995
(b) 2000
(c) 2003
(d) 2005
(b) 2000
(c) 2003
(d) 2005
41. রাষ্ট্রপতি কার দ্বারা 'ইমপিচমেন্ট’ -এর কবলে পড়তে পারেন ?
(a) প্রধানমন্ত্রী
(b) উপ-রাষ্ট্রপতি
(c) সুপ্রিমকোর্ট
(d) পার্লামেন্ট
(b) উপ-রাষ্ট্রপতি
(c) সুপ্রিমকোর্ট
(d) পার্লামেন্ট
42. ‘হিতবাদ' তত্ত্বটির জনক হলেন:
(a) বেন্থাম
(b) রুশাে
(c) হবস
(d) মহাত্মা গান্ধী
(b) রুশাে
(c) হবস
(d) মহাত্মা গান্ধী
43. ‘দুনিয়ার মজদুর এক হও'—উক্তিটি কার ?
(a) কার্ল মার্কস
(b) মহাত্মা গান্ধী
(c) সুভাষচন্দ্র বােস
(d) রুশাে
(b) মহাত্মা গান্ধী
(c) সুভাষচন্দ্র বােস
(d) রুশাে
44. ক্যাবিনেট মন্ত্রীরা কার দ্বারা নিযুক্ত হন ?
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(d) প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(d) প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি
45. Global Hunger Index (GHI) -এ ভারত কত নম্বর স্থানে আছে ?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) 65তম
(d) 79তম
(b) দ্বিতীয়
(c) 65তম
(d) 79তম
File Details:
PDF Name : রেলওয়ে গ্রুপ-ডি প্রশ্নোত্তর
Language : Bengali
Size : 945 kb
No. of Pages : 11
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment
Don't Leave any spam link.