Breaking

Jun 9, 2020

Practice set Of Railway Group-D exam in bengali || রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাক্টিস সেট

Practice set Of Railway Group-D exam in bengali - রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাক্টিস সেট:


Practice set Of Railway Group-D exam in bengali - রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাক্টিস সেট
Practice set of railway groupD exam 




1. কখন ভালোভাবে শিশির জমে -
[A] সন্ধ্যাবেলায়

[B] বৃষ্টির সময়

[C] আকাশে মেঘ বেশি থাকলে

[D] আকাশ মেঘহীন থাকলে



2. ভারতের প্রথম সত্যাগ্রহ কোথায় হয়েছিল ?
[A] মুম্বই

[B] গান্ধীনগর

[C] চট্টগ্রাম

[D] চম্পারন



3. বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কি ?
[A] মেসোস্ফিয়ার

[B] আয়নোস্ফিয়ার

[C] এক্সোস্ফিয়ার

[D] ওজনোস্ফিয়ার



4. নিচের কোনটি রূপান্তরিত শিলা নয় ?
[A] মার্বেল

[B] গ্রানাইট

[C] কোয়ার্টজ

[D] সিস্ট



5. আরাবল্লী পর্বতমালা হল -
[A] প্রাচীন ভঙ্গিল পর্বত

[B] নবীন ভঙ্গিল পর্বত

[C] ক্ষয়জাত পর্বত

[D] আগ্নেয় পর্বত



6. সিসমোগ্রাফ যন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয় ?
[A] বায়ুর আর্দ্রতা

[B] তড়িৎ প্রবাহ

[C] দুধের ঘনত্ব

[D] ভূমিকম্প



7. বেলে পাথর কি ধরনের শিলা -
[A] রূপান্তরিত শিলা

[B] পাললিক শিলা

[C] আগ্নেয় শিলা

[D] কোনোটিই নয়



8. 'সরাস' কি ধরনের মেঘ ?
[A] বেশি উচ্চতার

[B] মাঝারি উচ্চতার

[C] নিম্ন উচ্চতার

[D] নিম্নতম উচ্চতার



9. 'মাউন্ট এভারেস্ট' কোন দেশে আছে
[A] ভারত

[B] তিব্বত

[C] ভুটান

[D] নেপাল



10.কোনটির গ্রাম আণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর সমান ?
[A] সালফার

[B] নাইট্রোজেন

[C] জেনন

[D] রেডন



11. ভারতের গণতন্ত্রের পদ্ধতিটি হল -
[A] দ্বিদলীয় ও সংসদীয়

[B] বহুদলীয় ও সংসদীয়

[C] রাষ্ট্রপতি প্রধান সরকার

[D] কোনোটিই নয়



12. চিত্রকূট, চাইচাই এবং কেনটন জলপ্রপাত অবস্থিত ?
[A] মধ্যপ্রদেশে

[B] অন্ধ্রপ্রদেশে

[C] উত্তরপ্রদেশে

[D] পশ্চিমবঙ্গে



13. সল্টলেক নিচের কোনটির কেন্দ্র?
[A] কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রি

[B] IT ইন্ডাস্ট্রি

[C] ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি

[D] ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি



14. বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য ?
[A] 1617 কিমি

[B] 2145 কিমি

[C] 2272 কিমি

[D] 3300 কিমি



15. ভারতবর্ষ কোন দেশ থেকে বেশি সোনা আমদানি করে ?
[A] সুইজারল্যান্ড

[B] UAE

[C] দক্ষিণ আফ্রিকা

[D] ব্রাজিল



16. আয়নায় রূপোর প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট ব্যবহার করা হয় ?
[A] সুক্রোজ

[B] ফ্রুক্টোজ

[C] সেলুলোজ

[D] গ্লুকোজ



17. পর্যায় সারণির কোন শ্রেণীকে সন্ধিগত মৌলের শ্রেণী বলা হয়
[A] প্রথম

[B] পঞ্চম

[C] শূন্য

[D] অষ্টম



18. সমুদ্র জলে দ্রবীভূত অবস্থায় সবচেয়ে বেশি পরিমাণে থাকে ?
[A] ক্লোরাইড

[B] সোডিয়াম

[C] সালফেট

[D] ম্যাগনেসিয়াম



19. নিচের কোনটি একটি প্রোটোজোয়ার উদাহরণ ?
[A] পিমোজাইক

[B] এন্টামিবা হিস্টোলাইটিকা

[C] ইস্ট

[D] ভ্যারিওলা



20. নর্ম্যাল স্যালাইন জল সোডিয়াম ক্লোরাইড -এর জলীয় দ্রবণ, যার মাত্রা
[A] 0.84%

[B] 1.00 নর্ম্যাল

[C] 1.00 মোলার

[D] 1%





No comments:

Post a Comment

Don't Leave any spam link.