২৫০+ টি সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী পিডিএফ ডাউনলোড
One liner general knowledge questions and answers for all govt. Exams with pdf |
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের জন্য ২৫০+ টি এককথায় সাধারণ জ্ঞানের প্রশ্ন-উত্তর নিয়ে এসেছি। যেগুলি যেকোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানকার অনেক প্রশ্ন বিগত পরীক্ষাগুলিতে এসেছে। নিচ থেকে এক এক করে পড়ে নেন। আপনাদের সুবিধার জন্য শেষে পিডিএফ ফাইল দেওয়া আছে সেটা একদম বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।
✪ পদার্থের ক্ষুদ্রতম কণা => অণু
✪ পদার্থের স্থায়ী মূল কণিকা => ইলেকট্রন , প্রােটন ও নিউট্রন
✪ তেজস্ক্রিয় রশ্মিতে থাকে => আলফা , বিটা ও গামা কণিকা
✪ মৌসুমী বায়ুর উৎপত্তিতে ' Aerological Concept ' এর প্রবক্তা কে ? => জার্মান আবহাওয়াবিদ R. Scherhag ( 1948 )
✪ El-Nino কোন সামুদ্রিক স্রোতের অবলুপ্তি ঘটায় => শীতল পেরু বা হামবােল্ড স্রোতের
✪ Sericulture কীসের সঙ্গে সম্পর্কিত ? => রেশম উৎপাদন / চাষের সঙ্গে
✪ বরফ গলনের সুপ্ত তাপ => 80 ক্যালােরি
✪ 0 ° সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি => 332 মিটার / সেকেন্ড
✪ সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় => লাল আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে
✪ বন্দিপুর ন্যাশনাল পার্ক এর অবস্থান হল => কর্ণাটক
✪ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন => লর্ড ক্যানিং
✪ Southern Oscillation কে আবিষ্কার করেন ? =>স্যার গিলবার্ট ওয়ালকার ( 1924 )
✪ পদার্থের পরমাণুর প্রােটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা => পরস্পর সমান
✪ পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে => অভিকর্ষ বল
✪ সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি => সৌর রশ্মি
✪ ভারতীয় বনভূমির কত শতাংশ উদ্ভিদ প্রজাতি বহির্গত ? => প্রায় 40 শতাংশ
✪ স্বাধীন ভারতে কবে অরণ্য আইন পাস হয় ? => 1952 সালে
✪ ‘বাংলার আকবর’কাকে বলা হয় ? =>আলাউদ্দীন হােসেন শাহকে
✪ মৌমাছি গড়ে কতদিন বাঁচে ? => 50 থেকে 60 দিন
✪ মহিলাদের দেহে অস্টিওপােরােসিস কোন বয়সে দেখা যায় ? => 40 থেকে 45 বছর বয়সে
✪ কোন ভিটামিনকে বায়ােটিন বলে ? => ভিটামিন H / ভিটামিন B7
✪ সংবিধানের অষ্টম তপশিলে রয়েছে => সংবিধান স্বীকৃত ২২ টি আঞ্চলিক ভাষা সম্পর্কিত বিষয়
✪ পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হলেন => উপরাষ্ট্রপতি
✪ The Forest Survey of India কবে স্থাপিত হয় ? => 1981 সালে
✪ ভারতের গভীরতম বন্দর কোনটি ? =>পারাদ্বীপ
✪ কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্দর রয়েছে ? =>মহারাষ্ট্রে ( 48 টি )
✪ পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না => মাধ্যাকর্ষণের জন্য
✪ প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ => উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
✪ চা তাড়াতাড়ি ঠান্ডা হয় => কালাে রঙের কাপে ( কালাে রঙের তাপ শােষণ ক্ষমতা বেশি )
✪ 'রাজতরঙ্গিনী” গ্রন্থের রচয়িতা হলেন => কলহন
✪ হাইপারমেট্রোপিয়ায় কোন চশমা ব্যবহার করা হয়? => উত্তল লেন্স যুক্ত চশমা
✪ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি ? => কোচিন
✪ শব্দের গতি সবচেয়ে কম => বায়বীয় মাধমে
✪ তিনটি মুখ্য বর্ণ => লাল, সবুজ ও নীল
✪ ভারতের বৃহত্তম সেচ ক্যানেল প্রকল্প কোনটি? => ইন্দিরা গান্ধী খাল প্রকল্প
✪ মহাত্মা গান্ধির রাজনৈতিক গুরু কে ছিলেন? => গােপালকৃষ্ণ গােখলে
✪ শিবালিক পর্বত অবস্থিত => হিমাচল হিমালয়ে
✪ লােকসভার কার্যকাল হল => ৫ বছর
✪ চা দেরিতে ঠান্ডা হয় => সাদা রঙের কাপে (সাদা রঙের তাপ শােষণ ক্ষমতা কম)
✪ শব্দের গতি সবচেয়ে বেশি => কঠিন মাধ্যমে
✪ 'ডলফিন নােজ', অন্তরীপ কোন বন্দরের সঙ্গে জড়িত? => বিশাখাপত্তনম বন্দর
✪ কাণ্ডালা বন্দরের মাধ্যমে প্রধান কোন দ্রব্য আমদানি করা হয়? => পেট্রোলিয়াম
✪ 4° সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব => সর্বোচ্চ
✪ ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম হল => তেজস্ক্রিয় পদার্থ
✪ উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে ধনী হয়েছিলেন => অ্যালফ্রেড নােবেল
✪ তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে => গ্রিনহাউজ এফেক্ট
✪ যে সব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কী বলে? => কপ্রফ্যাগি
✪ কোনার ড্যাম কোন জেলায় অবস্থিত? => হাজারিবাগ জেলায়
✪ দামােদর পরিকল্পনা কোন বৈদেশিক নদী পরিকল্পনার আদলে নির্মিত? => টেনেসি পরিকল্পনা
✪ মাচকুঁদ পরিকল্পনা কোন দুই রাজ্যের যৌথ পরিকল্পনা? => অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার
✪ Tehri Hydro Dam Corporation কবে গঠিত হয়? =>1989 সালে
✪ ভারতে কয়টি পরিবারের একবীজপত্রী উদ্ভিদ উপস্থিত ? => 35টি
✪ কোন কীটনাশকের ছােয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে? => প্যারাথিয়ন
✪ ফ্যাট কীসে দ্রবনীয় ? => ইথার ও ক্লোরােফর্ম
✪ ক্রেবস চক্রে মােট কত অণু এটিপি তৈরি হয় => 12 অণু
✪ ক্ষুদ্রান্ত্রের 'C' আকৃতির অংশকে কী বলে? => ডিওডিনাম
✪ হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মােটা হয়? => বাম নিলয়
✪ কোন স্তন্যপায়ী প্রাণীর RBC নিউক্লিয়াস যুক্ত ? => উট
✪ কোন গ্রন্থি হরমােন উৎপাদন করে না? => প্লীহা
✪ কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয় ? =>ক্লোরেল্লা , সারগাসাম ও ল্যামিনেরিয়া
✪ ভাউকেরিয়া কী ? => একটি সিনােসাইটিক শৈবাল
✪ উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় => শিলিগুড়িকে
✪ দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল => ক্যানিং
✪ সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয় ? => বিউটেন গ্যাস
✪ কোন যন্ত্রাংশের সাহায্যে রেশম মথের সুতাে নির্গত করা হয় ? => স্পিনারেট নামক যন্ত্রাংশের সাহায্যে
✪ বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে => সিঙ্গলিলা
✪ বাংলার সর্বোচ্চ শৃঙ্গ => সান্দাকফু
="color: red;">✪ কে জামা মসজিদ তৈরি করেছিলেন ? => শাহজাহান
✪ শালগাছ হল একটি => পর্ণমােচী গাছ
✪ সাপের বিষে কোন ধাতুর অণু থাকে ? => জিংক
✪ বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ? => কার্বন
✪ উত্তরবঙ্গের দুটি নদী যার জলপ্রবাহ ব্ৰহ্মপুত্র নদে মিলিত হয়েছে => তিস্তা ও তাের্সা
✪ বেকিং পাউডার কী ? => সােডিয়াম বাইকার্বনেট , অ্যালুমিনিয়াম সালফেট ও পটাশিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে
✪ মাছিতে কয়টি ক্রোমােজোম থাকে ? => 12 টি
✪ ‘ হিগস বােসন ’ কী ? => একটি মৌল কণা
✪ বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল => গাের্গাবুরু
✪ কালিম্পঙ এর সর্বোচ্চ শৃঙ্গ হল => ঋষিলা
✪ মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে ? => ডায়াস্টেজ উৎসেচক
✪ কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন ? => ডারউইন
✪ বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখা যায় => বীরভূমে
✪ রাই শব্দের অর্থ => স্যাঁতস্যাতে ভূমি
✪ সাধারণ লবণের রাসায়নিক নাম হল => সােডিয়াম ক্লোরাইড
✪ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল => আনাইমুদি
✪ দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station হল => ঘুম
✪ দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল => 1875 সালে
✪ বাংলায় সবচেয়ে কম বৃষ্টি হয় => বীরভূমের ময়ূরেশ্বরে
✪ জীবাণুর প্রােটিন দিয়ে তৈরি আবরণকে কী বলে ? =>ক্যাপসিড
✪ নিউরােস্পােরা ছত্রাক কোথায় ব্যবহৃত হয় ? => জেনেটিক্স গবেষণাগারে , উপাদান হিসাবে
✪ পারিবারিক আদালত প্রথম চালু হয় => কর্ণাটকে
✪ ভ্রাম্যমান আদালত প্রবর্তন করেন => লর্ড কর্ণওয়ালিশ
✪ সার হিসাবে ব্যবহার করা হয় এমন শৈবালের নাম কী ? => অ্যানাবিনা , নস্টক
✪ মথুরাখালি পাহাড় অবস্থিত => বীরভূমে
✪ ভারতে প্রথম পাতাল রেল চালু হয় => কলকাতায়
✪ কৃষ্ণনগর বিখ্যাত => মৃৎশিল্পের জন্য
✪ ‘সােরেল সিমেন্ট ' কী কাজে ব্যবহার করা হয় ? => দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়
✪ ‘ টায়ালিন ’ কোন জাতীয় খাদ্যকে পাচিত করে ? => শ্বেতসার
✪ ‘ আপদকালীন হরমােন ' বলা হয় => অ্যাড্রিনালিনকে
✪ ‘ ভারতীয় বিপ্লববাদের জননী ’ বলা হয় => মাদাম কামাকে
✪ রান্নার গ্যাসে ( LPG ) কোন কোন উপাদান থাকে ? => বিউটেন ও প্রােপেন
✪ উদত্যাগী পদার্থগুলি কোনটি ? => সসাডিয়াম কার্বনেট
✪ কোন কঠিন পদার্থের দ্রাব্যতা , উষ্ণতা বাড়লে কমে যায় => অ্যামােনিয়াম সালফেট
✪ ওজোন কীসের রূপভেদ ? => অক্সিজেন
✪ করােনেশন ব্রিজ অবস্থিত => তিস্তা নদীর ওপর
✪ দামােদরের প্রধান উপনদীর নাম => বরাকর
✪ আগা খান কাপ কোন্ খেলার সঙ্গে সম্পর্কিত ? => হকি
✪ জল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে ? => 100 ডিগ্রি
✪ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ? => অণু
✪ বাংলার দুটি ম্যানগ্রোভ অরণ্যের গাছ হল => সুন্দরী ও গরান
✪ পরমাণুর নিউক্লিয়াসে থাকে না কোনটি ? => ইলেকট্রন
✪ কমনওয়েলথ গেমসের পূর্বনাম ছিল => ব্রিটিশ এম্পায়ার স্পাের্টস ফেস্টিভ্যাল
✪ সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হল => মাতলা
✪ অজয়নদ => এর উৎপত্তি দুমকা উচভূমি
✪ গন্ধহীন গ্যাস কোনটি ? => অক্সিজেন
✪ আগুন নেভানাের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় ? => কার্বন ডাই অক্সাইড
✪ স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে অণুঘটকরূপে কী ব্যবহৃত হয় ? => ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড
✪ মুদ্রা সম্পর্কিত বিদ্যাকে বলে => Numismatics
✪ কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ? =>নর্মদা নদী
✪ গৌতমী ও বশিষ্টী কোন নদীর প্রধান শাখানদী ? => গােদাবরী
✪ অ্যাভােগাড্রো সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয় ? => N
✪ আইসােটোপে কী ভিন্ন থাকে ? => ভর সংখ্যা
✪ ভাকরা নাঙ্গাল জলাধার কোন নদীর উপর অবস্থিত ? =>শতদ্রু
✪ ‘ চরক সংহিতা ' শাস্ত্রটি => ওষুধ সম্পর্কিত বই
✪ আইসােটনে কী সমান থাকে ? => নিউট্রন
✪ আইসােবারে কী ভিন্ন থাকে ? => প্রােটন সংখ্যা
✪ 'Nightingle of India' নামে পরিচিত => সরােজিনী নাইডু
✪ কোল গ্যাসের মধ্যে থাকে এমন তিনটি হাইড্রোকার্বন কী কী ? => মিথেন , ইথিলিন ও অ্যাসিটিলিন
✪ ফেনল কী ? => একটি জৈব বীজবারক
✪ ফসফিন কী পদার্থ ? => যৌগিক
✪ বিষাক্ত নিকোটিন থাকে কীসে ? => তামাতে
✪ দুধে থাকে কোন অ্যাসিড ? => ল্যাকটিক অ্যাসিড
✪ অস্থির বৃদ্ধির জন্য প্রয়ােজন কী ? => ক্যালশিয়াম
✪ সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে => খনিজ পদার্থ ও ভিটামিন
✪ ‘নেপােলিয়নের ক্ষুদ্র সংস্করণ' বলা হয় কাকে ? => রঞ্জিত সিংহ
✪ ভারতের বৃহত্তম মনুষ্যসৃষ্ট হ্রদ কোনটি ? => গােবিন্দবল্লভ পন্থ সাগর (রিহান্দ জলাধার )
✪ ‘বিশ্ব জনসংখ্যা দিবস ’ পালন করা হয় => ১১ জুলাই
✪ কচুশাকে বেশি থাকে কোন খনিজ ? => লৌহ
✪ ফুসফুসের পর্দার নাম কী ? =>প্লরা
✪ মানবদেহে সবথেকে বড়াে অন্তঃক্ষরা গ্রন্থি হল => থাইরয়েড গ্রন্থি
✪ শৈশবে থাইরক্সিন কম ক্ষরণে কোন রােগ হয় ? => ক্রেটিনিজম
✪ গামা রশ্মির => নিউক্লিয়াস থাকে না
✪ রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ? =>সােডিয়াম গ্যাস
✪ অপটিক ফাইবার ব্যবহৃত হয় => সংযােগ রক্ষার জন্য
✪ যে সাবান কাপড় কাচা ও বাসন মাজায় ব্যবহৃত হয় => সালফোনে
✪ রেয়নের রাসায়নিক নাম => সেলুলােজ
✪ পেট্রোলিয়াম আগুন নেভাতে ব্যবহৃত হয় => গুঁড়াে পদার্থ
✪ পেট্রোলিয়াম মােম হল => প্যারাফিন
✪ ‘সীমান্ত গান্ধি বলা হয় => খান আবদুল গফফর খানকে
✪ কাকে ‘ দ্বিতীয় বুদ্ধ ’ বলা হয় ? => অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানকে
✪ কাগজ তৈরি হয় যার দ্বারা => কাঠ , ক্যালশিয়াম , হাইড্রোজেন সালফাইড ও রেজিন
✪ স্যাপােনিফিকেশনের পর সাধারণ লবণ যেভাবে সাবান ও দ্রবণকে পৃথক করতে সাহায্য করে => সাবানের দ্রাব্যতা কমিয়ে দিয়ে
✪ সাধারণত পলিঅ্যামাইড বলে => নাইলনকে
✪ ভৌত পরিবর্তন ঘটে যার মাধ্যমে => ঊর্ধ্বপাতন
✪ তাপ প্রয়ােগ ব্যতিরেকে যে পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে বলে => উদ্বায়ী
✪ ‘মহেঞ্জোদারাে কথার অর্থ কী ? => মৃতের স্তূপ
✪ রক্তের চাপ মাপার যন্ত্রকে কী বলে ? => স্ফিগমােম্যানােমিটার
✪ রাসায়নিক বিক্রিয়ার হার যার উপর নির্ভরশীল নয় => চাপ
✪ ভলক্যানাইজেশন হল একটি পদ্ধতি => যার দ্বারা সালফারের সঙ্গে উত্তপ্ত করে রবারকে শক্ত করা হয়
✪ ফ্যাদম হল একটি একক যার সাহায্যে মাপা হয় => গভীরতা
✪ হাইড্রোমিটারের কাজ হল => তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা
✪ বায়ুমণ্ডলের নাইট্রোজেন সংবন্ধন করতে পারে => অ্যাজোলা , সায়ানাে ব্যাকটিরিয়া , অ্যাজোস্পাইরিলাম
✪ ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত => দেরাদুনে
✪ মানব দেহের সবচেয়ে দৃঢ় ও দীর্ঘ অস্থি => উরু অস্থি
✪ শিশুদের রিকেট হয় => ভিটামিন D এর অভাবে
✪ ভিটামিন K কীসে দ্রাব্য ? => চর্বিতে দ্রাব্য
✪ লিওনার্দো দ্য ভিঞ্চি যিনি চিত্রশিল্পী হিসাবে প্রতিভাবান ছিলেন তিনি কোন্ দেশীয় চিত্রশিল্পী ? => ইতালি
✪ ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ কোনটি => সম্বর হ্রদ
✪ মরুভূমিতে জন্মানাে উদ্ভিদকে কী বলে ? => জেরােফাইট
✪ চোখের রেটিনায় কোন ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয় => উল্টো
✪ দাড়িগোঁফ গজায় যে হরমােনের কারণে => টেস্টোস্টেরন হরমােন
✪ ব্লাড ক্যান্সার হয় => রক্তে শ্বেত কণিকা বেড়ে গেলে
✪ সুন্দরবনের উত্তর সীমানা রেখার নাম কী ? => ড্যাম্পিয়ার হজেস লাইন
✪ ইনসুলিনের কাজ হল রক্তে গ্লুকোজের মাত্রা => নিয়ন্ত্রণ করা
✪ কোন খাদ্যে সব ধরনের খাদ্য উপাদান বিদ্যমান ? => দুধে
✪ হিমােগ্লোবিন বিহীন রক্ত কোষ => শ্বেত কণিকা
✪ মানবদেহের ছাঁকন যন্ত্র => বৃক্ক / কিডনি
✪ মানুষের মূত্রের PH => 4.7
✪ রক্তশূন্য হলে চুপসে যায় => শিরা
✪ কোন নদীতে যােগ জলপ্রপাত দেখা যায় ? => সরাবতী
✪ মানুষের লালারসে যে এনজাইম থাকে => অ্যামাইলেজ
✪ পরিপাক শুক্রাণু ও ডিম্বাণু নিউক্লিয়াসের একীভবন হল => নিষেক
✪ মানুষের শরীরে রাসায়নিক দূত হিসেবে কাজ করে => হরমােন
✪ রক্তে প্রয়ােজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রােগ দেখা যায় => ডায়াবেটিস
✪ নালীবিহীন গ্রন্থিগুলাের মধ্যে কোনটি প্রধানতম ? => পিটুইটারি
✪ মানুষের অ্যাপেনডিক্স কোথায় অবস্থান করে ? => সিকামে
✪ সুষম খাদ্যের উপাদান কয়টি ? => 6 টি
✪ চা পাতায় কী থাকে ? => ভিটামিন বি কমপ্লেক্স
✪ প্রােটিন বেশি থাকে কোন খাদ্যে => মুসুর ডালে
✪ ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি => চিল্কা হ্রদ
✪ কচুশাক বিশেষভাবে মূল্যবান কীসের জন্য ? => লৌহ উপাদানের জন্য
✪ মানবদেহ গঠনে প্রয়ােজন সবচেয়ে বেশি => আমিষের
✪ রাতকানা রােগ হয় কীসের অভাবে ? => ভিটামিন A এর অভাবে
✪ হাড় ও দাঁতকে মজবুত করে কোন খনিজ ? => ক্যালশিয়াম ও ফসফরাস
✪ তাপে নষ্ট হয় কোন ভিটামিন ? => ভিটামিন সি
✪ হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হল => করমচা
✪ ডিমের সাদা অংশে যে প্রােটিন থাকে => অ্যালবুমিন
✪ মােটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় => দুধকে
✪ বাংলায় বিটুমিনাস কয়লা পাওয়া যায় => রাণিগঞ্জে
✪ ভারতের শেফিল্ড বলা হয় => হাওড়া শহরকে
✪ ‘ম্যান অফ ডেস্টিনি ' বলা হয় => নেপােলিয়নকে
✪ লােকসভার প্রথম স্পিকার হলেন => জি.ভি মভলঙ্কর
✪ সুন্দরবনের আতঙ্ক বলা হয় => মাতলা নদীকে
✪ বাংলার দীর্ঘতম ব্যারেজ => ফারাক্কা ব্যারেজ
✪ লােহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় => দস্তা
✪ অণুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না ? => আকর্ষণ শক্তিবৃদ্ধি পায়
✪ ওনাম ( Onam ) হল => কেরালার আঞ্চলিক উৎসব
✪ 'বিবি-কা-মকবারা' ভারতের কোথায় অবস্থিত ? => ঔরঙ্গাবাদ
✪ কোন নদী তিব্বতে সাংপাে নামে পরিচিত ? => ব্রহ্মপুত্র
✪ নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় ? => অমরকন্টক শৃঙ্গ
✪ ‘মেসােপটেমিয়া হল => ইরাকের আদিনাম
✪ সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কী বলে ? => ঊর্ধ্বপাতন
✪ সবচেয়ে ভারী মৌল => ইউরেনিয়াম
✪ বায়ু একটি => মিশ্র পদার্থ
✪ প্রতিটি কক্ষে ইলেকট্রনের সংখ্যা => 2n²
✪ সংকর ধাতু পিতলের উপাদান => তামা ও দস্তা
✪ বাংলার দীর্ঘতম সেতু => রূপনারায়ণ সেতু
✪ বাংলার দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হল => খড়গপুর
✪ পেট্রোলের অপর নাম কী ? => গ্যাসােলিন
✪ RNA তে কী থাকে না ? => থায়ামিন থাকে না
✪ লাফিং গ্যাস কী ? => নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে এটি হাস্য উদ্দীপক
✪ ‘হিন্দ স্বরাজ ’ এর রচয়িতা হলেন => মহাত্মা গান্ধি
✪ কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ? => ঝিলাম
✪ দার্শনিকের উল কী ? => জিঙ্ক অক্সাইড
✪ কুকুরে কয়টি ক্রোমােজোম থাকে ? => 78 টি
✪ গরু, ছাগলে কয়টি ক্রোমােজোম থাকে ? => 60 টি
✪ দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি ? => গােদাবরী
✪ ভারতের কোন হ্রদের জলের লবণতা সর্বাধিক ? =>সম্বর
✪ ধান গাছে কয়টি ক্রোমােজোম থাকে ? => 24 টি
✪ ব্যাঙে কয়টি ক্রোমােজোম থাকে ? => = 22 টি
✪ মুরগিতে কয়টি ক্রোমােজোম থাকে ? => 78 টি
✪ভেড়াতে কয়টি ক্রোমােজোম থাকে ? => 54 টি
✪ ভাইরাসজনিত রােগগুলাে কী কী ? => হাম , বসন্ত , পােলিও , ইনফ্লুয়েঞ্জা , জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস , হেপাটাইটিস ইত্যাদি
✪ ব্যাকটেরিয়াজনিত রােগগুলাে কী কী ? => কলেরা , টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা , ডিপথেরিয়া , নিউমােনিয়া ইত্যাদি
✪ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি => উলার হ্রদ
✪ দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ? => ভেগাস
✪ ভারতের কোন অংশ ' Oldest Landmass ' নামে পরিচিত ? => দক্ষিণ ভারত
✪ হাইড্রোজেন বােমা তৈরি হয় => নিউক্লিওসংযােজন পদ্ধতিতে
✪ ইরাকের প্রাচীন নাম কী ? => মেসসাপটেমিয়া
✪ মাছের ড্রপসি রােগ কী ঘটিত ? => বীজাণু গঠিত
✪ দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে ? =>যথাক্রমে হৃৎপিণ্ডের বাম ও ডান দিকে
✪ অ্যামােনিয়া কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয় ? => হেবার
✪ বৃক্কের গঠনগত ও কার্যগত একককে কী বলে ? => নেফ্রন
✪ কোন মশাকে বাঘ মশা বলে ? => এডিস মশাকে
✪ পায়রার বায়ুথলির সংখ্যা কটি ? => 9 টি
✪ ল্যাকটিক অ্যাসিড থেকে কত কিলাে ক্যালােরি শক্তি উৎপন্ন হয় => 36
✪ নীল বিপ্লব সম্পর্কিত => মাছ চাষের সঙ্গে
✪ ভারতের দীর্ঘতম হিমবাহ কী ? => সিয়াচেন
✪ দার্জিলিং জেলার কোথায় সিঙ্কোনা চাষ হয় ? => মংপুতে
✪ পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায় ? =>প্লাস্টিড
✪ মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কী ? =>এনামেল
✪ ভারতের সবথেকে প্রাচীন পর্বত কোনটি ? => আরাবল্লী
✪ কোন অঞ্চলে লােধি উপজাতি বসবাস করে ? =>তরাই অঞ্চলে
✪ গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয় ? => পাকস্থলী
✪ কোন হরমােন রক্তচাপ বাড়ায় ? => অ্যাড্রিনালিন
✪ ভারতের শীতলতম মরু অঞ্চলের নাম কী ? => লাদাখ
✪ ভারতে কবে ব্যাঘ্র প্রকল্প আরম্ভ হয় ? => 1973 সালে
✪ ‘বাবর’ কথার অর্থ হল => ব্যাঘ্র
✪ ‘নীল বিপ্লব’ কীসের সাথে সম্পর্কিত ? =>মাছ চাষ
✪ কোন আঁশ খালি চোখে দেখা যায় না ? => প্লাকইড ( Placoid )
✪ কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লােম থাকে না ? => তিমি
✪ ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস' কবে পালন করা হয় ? => ৮ মে
✪ ভিনিগার কীসের জলীয় দ্রবণ ? => অ্যাসেটিক অ্যাসিড
✪ ভারতে কবে চিপকো আন্দোলনের সূচনা হয় ? =>1973 সালে
✪ ভারতের কোন যন্ত্র শিল্প বিশ্বের প্রাচীনতম ? => কার্পাস বয়ন শিল্প
✪ তেল , ট্যানিন , ধাতব কেলাস ইত্যাদি কোন কোশ সঞ্চয় করে ? => ইডিওব্লাস্ট
✪ লেগ হিমােগ্লোবিন কী ? => এক ধরনের লৌহঘটিত রঞ্জক যা উদ্ভিদের অকুঁদে অবস্থান করে ও নাইট্রোজেন সংবর্ধনে সহায়তা করে
✪ টাইফয়েড জীবাণুর আকৃতি কেমন ? => দন্ডাকার
✪ ক্যাপসিড আবরণের এককগুলিকে কী বলে ? =>ক্যাপসােমিয়ার
More Pdf | Link |
---|---|
50 টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর PDF | Click Here |
100 টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর PDF | Click Here |
No comments:
Post a Comment
Don't Leave any spam link.