Breaking

May 18, 2020

সাধারণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য || Questions of General Sience for all competitive exams

সাধারণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য || Questions of General Sience for all competitive exams 
 সাধারণ বিজ্ঞানের উপরে প্রশ্ন উত্তর

হ্যালো বন্ধুরা,
      আজকে সাধারণ বিজ্ঞানের উপরে কিছু প্রশ্ন দিলাম যেগুলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডি, এন টি পি সি পরীক্ষায় খুবই কাজে লাগবে । পোস্ট টি যদি ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট করবেন ।

1. জন্ডিসের সময় বেড়ে যাওয়া বিলিরুবিন কোথা থেকে উৎপন্ন হয়? 
🔘 হিমোগ্লোবিন
2. কোন প্রাণীর রক্তের রঙ বেগুনি?
🔘 গোলকৃমি
3. গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে?
🔘 ক্লোরোপ্লাস্ট -এ
4. মানুষের লালাগ্রন্থির সংখ্যা কয়টি?
🔘 ৩ জোড়া
5. রান্নার গ্যাসে কোন কোন উপাদান থাকে?
🔘 বিউটেন ও প্রোপেন
6. কোন মাছকে জিওল মাছ বলে?
🔘 কই, মাগুর
7. মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি?
🔘 এনামেল
8. ভিনিগার কিসের জলীয় দ্রবন?
🔘 অ্যাসেটিক অ্যাসিড
9. কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না?
🔘 তিমি
10. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি?
🔘 ভেগাস
11. কেচোর গমন অঙ্গের নাম কি?
🔘 সিটা
12. ফুলারিন হল -
🔘 কার্বনের একটি বহুরুপ
13. অ্যামোনিয়া শুষ্ক করতে লাগে -
🔘 কুইক লাইম
14. অম্লরাজ হল একটি মিশ্রণ যাতে আছে -
🔘 ১ ভাগ HNO3 ও ৩ ভাগ HCL
15. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে ?
🔘 প্রোটন ও নিউট্রন 
16. ক্যামেরায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয়?
🔘 অভিসারি লেন্স সমন্বয়
17. পেশীতে সঞ্চিত খাদ্যবস্তু হল -
🔘 গ্লাইকোজেন
18. রক্ত জমাট বাঁধতে প্রোথ্রোম্বিন উৎপন্ন করে?
🔘 লিভার
19. রাইবোজোমের প্রধান কাজ হল?
🔘 প্রোটিন সংশ্লেষ
20. ডলোমাইট কার আকরিক?
🔘 ম্যাগনেসিয়াম
21. ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে?
🔘 সালফিউরিক অ্যাসিড
22. দার্শনিকের উল কাকে বলে?
🔘 জিঙ্ক অক্সাইড -কে
23.পেট্রোলের অপর নাম কী?
🔘 গ্যাসোলিন
24. ডিডিটি -র পূর্ণরূপ কি?
🔘 ডাই-ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই -ক্লোরো-ইথেন
25. অ্যাভোগাড্রো সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়?
🔘 N
26. আলো সাতটি বর্ণের সমষ্টি এটা কে প্রমাণ করেন?
🔘 আইজ্যাক নিউটন
27. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে জল হয়?
🔘 0 ডিগ্রি
28. লাফিং গ্যাস কাকে বলে?
🔘 নাইট্রাস অক্সাইড -কে
29. পরমাণুর নিউক্লীয় তত্ত্বের প্রবক্তা?
🔘 রাদার ফোর্ড
30. কত ডিগ্রি তাপমাত্রায় জল ফুটতে থাকে?
🔘 100 ডিগ্রি
31. চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়?
🔘 কর্নিয়া
32. তরিৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে?
🔘 মোটর
33. উদ্ভিদের পত্ররন্ধ্রের ক্রিয়াকলাপ কোন মৌলের আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়?
🔘 পটাশিয়াম
34. শ্বাসনালী ফুলকা দেখা যায় যে প্রাণীতে?
🔘 মাছ
35. নিউক্লিয়ার রিঅ্যাক্টর -এ যে জ্বালানি ব্যবহার করা হয় তা হল?
🔘 ইউরেনিয়াম
36. 'বেঙ্গল ক্যামিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস' কে প্রতিষ্ঠা করেছিলেন?
🔘 প্রফুল্ল চন্দ্র রায়
37. সালোকসংশ্লেষ -এ আলোক দশা সম্পন্ন হয়-
🔘 ক্লোরোপ্লাস্টের গ্রানায়
38. ইকোলজিক্যাল নিচ কি?
🔘 বাস্তুতন্ত্রের বায়োটিক ও অ্যাবায়োটিক অংশ
39. একটি অন্ত:জরায়ুজ প্রাণী হল?
🔘 হাঙর
40. ক্যাথোড রশ্মিতে যে তারিতাহিত কণিকা থাকে তাকে কি বলে?
🔘 ইলেকট্রন
41. যৌণ জননের একক হল -
🔘 গ্যামেট
42. তাপের সুপরিবাহী তরল হল?
🔘 পারদ
43. মানুষের লিঙ্গ নির্ধারণ কোন ক্রোমোজোমের উপরে নির্ভর করে?
🔘 Y ক্রোমোজোমের উপর
44. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
🔘 অক্সিজেন পরিবহন করা
45. স্বাভাবিক মানবদেহে মোট রক্তের পরিমাণ কত?
🔘 মোট ভরের ৭% 
46. এসপেরিন কে আবিষ্কার করেন?
🔘 ফেলিক্স হফম্যান
47. ছত্রাকের অধ্যায়ন হল -
🔘 মাইকোলজি
48. স্কার্ভি কোন ভিটামিনের অভাবে হয়?
🔘 ভিটামিন সি
49. উদ্ভিদের যে চলন উদ্দীপকের গতিপদ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল?
🔘 ট্যাকটিক চলন
50. সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে?
🔘 হাইড্রোজেন

More Link
বিজ্ঞানের পর্ব ১Click Here
বিজ্ঞানের পর্ব ২Click Here

1 comment:

Don't Leave any spam link.