সাধারণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য || Questions of General Sience for all competitive exams |
সাধারণ বিজ্ঞানের উপরে প্রশ্ন উত্তর |
হ্যালো বন্ধুরা,
আজকে সাধারণ বিজ্ঞানের উপরে কিছু প্রশ্ন দিলাম যেগুলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডি, এন টি পি সি পরীক্ষায় খুবই কাজে লাগবে । পোস্ট টি যদি ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট করবেন ।
1. জন্ডিসের সময় বেড়ে যাওয়া বিলিরুবিন কোথা থেকে উৎপন্ন হয়?
🔘 হিমোগ্লোবিন
2. কোন প্রাণীর রক্তের রঙ বেগুনি?
🔘 গোলকৃমি
3. গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে?
🔘 ক্লোরোপ্লাস্ট -এ
4. মানুষের লালাগ্রন্থির সংখ্যা কয়টি?
🔘 ৩ জোড়া
5. রান্নার গ্যাসে কোন কোন উপাদান থাকে?
🔘 বিউটেন ও প্রোপেন
6. কোন মাছকে জিওল মাছ বলে?
🔘 কই, মাগুর
7. মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি?
🔘 এনামেল
8. ভিনিগার কিসের জলীয় দ্রবন?
🔘 অ্যাসেটিক অ্যাসিড
9. কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না?
🔘 তিমি
10. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি?
🔘 ভেগাস
11. কেচোর গমন অঙ্গের নাম কি?
🔘 সিটা
12. ফুলারিন হল -
🔘 কার্বনের একটি বহুরুপ
13. অ্যামোনিয়া শুষ্ক করতে লাগে -
🔘 কুইক লাইম
14. অম্লরাজ হল একটি মিশ্রণ যাতে আছে -
🔘 ১ ভাগ HNO3 ও ৩ ভাগ HCL
15. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে ?
🔘 প্রোটন ও নিউট্রন
16. ক্যামেরায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয়?
🔘 অভিসারি লেন্স সমন্বয়
17. পেশীতে সঞ্চিত খাদ্যবস্তু হল -
🔘 গ্লাইকোজেন
18. রক্ত জমাট বাঁধতে প্রোথ্রোম্বিন উৎপন্ন করে?
🔘 লিভার
19. রাইবোজোমের প্রধান কাজ হল?
🔘 প্রোটিন সংশ্লেষ
20. ডলোমাইট কার আকরিক?
🔘 ম্যাগনেসিয়াম
21. ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে?
🔘 সালফিউরিক অ্যাসিড
22. দার্শনিকের উল কাকে বলে?
🔘 জিঙ্ক অক্সাইড -কে
23.পেট্রোলের অপর নাম কী?
🔘 গ্যাসোলিন
24. ডিডিটি -র পূর্ণরূপ কি?
🔘 ডাই-ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই -ক্লোরো-ইথেন
25. অ্যাভোগাড্রো সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়?
🔘 N
26. আলো সাতটি বর্ণের সমষ্টি এটা কে প্রমাণ করেন?
🔘 আইজ্যাক নিউটন
27. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে জল হয়?
🔘 0 ডিগ্রি
28. লাফিং গ্যাস কাকে বলে?
🔘 নাইট্রাস অক্সাইড -কে
29. পরমাণুর নিউক্লীয় তত্ত্বের প্রবক্তা?
🔘 রাদার ফোর্ড
30. কত ডিগ্রি তাপমাত্রায় জল ফুটতে থাকে?
🔘 100 ডিগ্রি
31. চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়?
🔘 কর্নিয়া
32. তরিৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে?
🔘 মোটর
33. উদ্ভিদের পত্ররন্ধ্রের ক্রিয়াকলাপ কোন মৌলের আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়?
🔘 পটাশিয়াম
34. শ্বাসনালী ফুলকা দেখা যায় যে প্রাণীতে?
🔘 মাছ
35. নিউক্লিয়ার রিঅ্যাক্টর -এ যে জ্বালানি ব্যবহার করা হয় তা হল?
🔘 ইউরেনিয়াম
36. 'বেঙ্গল ক্যামিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস' কে প্রতিষ্ঠা করেছিলেন?
🔘 প্রফুল্ল চন্দ্র রায়
37. সালোকসংশ্লেষ -এ আলোক দশা সম্পন্ন হয়-
🔘 ক্লোরোপ্লাস্টের গ্রানায়
38. ইকোলজিক্যাল নিচ কি?
🔘 বাস্তুতন্ত্রের বায়োটিক ও অ্যাবায়োটিক অংশ
39. একটি অন্ত:জরায়ুজ প্রাণী হল?
🔘 হাঙর
40. ক্যাথোড রশ্মিতে যে তারিতাহিত কণিকা থাকে তাকে কি বলে?
🔘 ইলেকট্রন
41. যৌণ জননের একক হল -
🔘 গ্যামেট
42. তাপের সুপরিবাহী তরল হল?
🔘 পারদ
43. মানুষের লিঙ্গ নির্ধারণ কোন ক্রোমোজোমের উপরে নির্ভর করে?
🔘 Y ক্রোমোজোমের উপর
44. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
🔘 অক্সিজেন পরিবহন করা
45. স্বাভাবিক মানবদেহে মোট রক্তের পরিমাণ কত?
🔘 মোট ভরের ৭%
46. এসপেরিন কে আবিষ্কার করেন?
🔘 ফেলিক্স হফম্যান
47. ছত্রাকের অধ্যায়ন হল -
🔘 মাইকোলজি
48. স্কার্ভি কোন ভিটামিনের অভাবে হয়?
🔘 ভিটামিন সি
49. উদ্ভিদের যে চলন উদ্দীপকের গতিপদ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল?
🔘 ট্যাকটিক চলন
50. সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে?
🔘 হাইড্রোজেন
More | Link |
---|---|
বিজ্ঞানের পর্ব ১ | Click Here |
বিজ্ঞানের পর্ব ২ | Click Here |
Mts exam ar practise set din plzz
ReplyDelete