Breaking

Mar 15, 2022

ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর : ডাউনলোড পিডিএফ ফাইল

ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর : ডাউনলোড পিডিএফ ফাইল 

নমস্কার বন্ধুরা,
      আজকে তোমাদের জন্য ভূগোলের ১২০ টি গুরুত্তপূর্ণ প্রশ্ন-উত্তর পোস্ট করেছি , যেগুলো যে কোনো চাকরির পরীক্ষার জন্য উপযোগী । এগুলো দেখে নাও এবং নিচে পিডিএফ ফাইল দেওয়া আছে দরকার হলে ডাউনলোড করে নিতে পারো । বন্ধুরা পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ।

প্রশ্ন: (১) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি ?
উত্তর: বৃহস্পতি
প্রশ্ন: (২) সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি ?
উত্তর: বুধ
প্রশ্ন: (৩) সূর্যের দূরত্বের গ্রহ কোনটি?
উত্তর: নেপচুন
প্রশ্ন: (৪) সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
উত্তর: বুধ
প্রশ্ন: (৫) পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তর: শুক্র
প্রশ্ন: (৬) কোন গ্রহের কোনাে উপগ্রহ নেই?
উত্তর: বুধ ও শুক্র
প্রশ্ন: (৭) সবচেয়ে শীতল গ্রহ কোনটি ?
উত্তর: নেপচুন
প্রশ্ন: (৮) সৌরজগতের কোন্ গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক?
উত্তর: বৃহস্পতি
প্রশ্ন: (৯) সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি?
উত্তর: বুধ
প্রশ্ন; (১০) চন্দ্রের পৃথিবীকে পরিক্রমা করতে কত দিন লাগে?
উত্তর: ২৭ দিন
প্রশ্ন: (১১) পৃথিবীতে চাঁদের আলাে পৌঁছাতে কত সময় লাগে ?
উত্তর: ১.৩ সেকেন্ড
প্রশ্ন: (১২) সূর্যের চারদিকে পৃথিবীর পূর্ণ প্রদক্ষিণ করতে কত সময় লাগে?
উত্তর: ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড
প্রশ্ন: (১৩) সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়াে?
উত্তর: প্রায় ১৩ লক্ষ গুণ
প্রশ্ন: (১৪) সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে ক্ষীণ আলাে দেখা যায় তাকে কী বলে?
উত্তর: গােধুলি
প্রশ্ন: (১৫) পৃথিবীর পরিধি কত?
উত্তর: ৪০,০৭০ কিমি
প্রশ্ন: (১৬) চাঁদ ও সূর্য পৃথিবীকে আকর্ষণ করে বলে কী ঘটে?
উত্তর: জোয়ার ভাটা
প্রশ্ন: (১৭) সূর্যোদয়ের ঠিক আগের সময়কে কী বলে?
উত্তর: ঊষা
প্রশ্ন: (১৮) অধিবর্ষ কোন্ বছরকে বলে?
উত্তর: ৩৬৬ দিনের বছরকে
প্রশ্ন: (১৯) কোন তারিখটিকে মহাবিষুব বলে?
উত্তর: ২১ মার্চ
প্রশ্ন: (২০) লাল গ্রহ বলা হয় কোন্ গ্রহকে ?
উত্তর: মঙ্গল
প্রশ্ন: (২১) কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়?
উত্তর: পৃথিবী
প্রশ্ন: (২২) পৃথিবীর প্রাচীনতম শিলা কোনটি?
উত্তর: আগ্নেয়শিলা
প্রশ্ন: (২৩) জীবাশ্ম পাওয়া যায় কোন শিলায় ?
উত্তর: পাললিক শিলা
প্রশ্ন: (২৪) পৃথিবীর ছাদ কাকে বলা হয়?
উত্তর: পামির মালভূমিকে
প্রশ্ন: (২৫) পৃথিবীর উচ্চতম ও বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি?
উত্তর: মৌনালােয়া
প্রশ্ন: (২৬) পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণি কোনটি?
উত্তর: হিমালয়
প্রশ্ন: (২৭) সাতপুরা কী ?
উত্তর: একটি স্তূপ পর্বত
প্রশ্ন: (২৮) পৃথিবীর নিম্নতম অঞ্চলের নাম কী?
উত্তর: মারিয়ান খাত
প্রশ্ন: (২৯) পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়?
উত্তর: মৌসিনরাম
প্রশ্ন: (৩০) সুন্দরবনের বিখ্যাত গাছ কোনটি ?
উত্তর: সুন্দরী
প্রশ্ন: (৩১) পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন বেশি কোথায় হয় ?
উত্তর: ভারতে
প্রশ্ন: (৩২) ভারতের মধ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন  কোথায় হয়?
উত্তর: উত্তরপ্রদেশে
প্রশ্ন: (৩৩) অভ্র উৎপাদনে ভারত পৃথিবীর কততম স্থানের অধিকারী?
উত্তর: প্রথম
প্রশ্ন: (৩৪) ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?
উত্তর: চিন
প্রশ্ন: (৩৫) ভারতের ক্ষুদ্ৰতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?
উত্তর: মালদ্বীপ
প্রশ্ন: (৩৬) হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কী?
উত্তর: পাটশিল্প
প্রশ্ন: (৩৭) কলকাতা বন্দরের সহযােগী বন্দর কোনটি?
উত্তর: হলদিয়া বন্দর
প্রশ্ন: (৩৮) ভারতের বৃহত্তম সার কারখানা কোথায় আছে?
উত্তর: ঝাড়খণ্ডের সিন্ধিতে
প্রশ্ন: (৩৯) পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
উত্তর: ভায়খয়ানস্ক
প্রশ্ন: (৪০) লােকসংখ্যার দিক থেকে পৃথিবীর কোন দেশটি প্রথম?
উত্তর: চিন
প্রশ্ন: (৪১) লােকসংখ্যার দিক থেকে ভারতের স্থান পৃথিবীর কত তম ?
উত্তর : দ্বিতীয়
প্রশ্ন: (৪২) পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরি হয়?
উত্তর: রূপনারায়ণপুরে
প্রশ্ন: (৪৩) মাইথন বাঁধটি ভারতের কোন্ রাজ্যে অবস্থিত?
উত্তর: ঝাড়খণ্ডে
প্রশ্ন: (৪৪) গান্ধি সাগর বাঁধটির সঙ্গে কোন্ নদী সংযুক্ত?
উত্তর: চম্বল
প্রশ্ন: (৪৫) ম্যাঙ্গানীজ রপ্তানিতে ভারত পৃথিবীতে কোন্ স্থান অধিকার করেছে?
উত্তর: প্রথম
প্রশ্ন: (৪৬) ডালমিয়া নগরের সঙ্গে কোন্ শিল্প সংশ্লিষ্ট ?
উত্তরঃ সিমেন্ট
প্রশ্ন: (৪৭) পশ্চিমবঙ্গের ‘ধানের ভান্ডার' বলা হয় কোন জেলাকে?
উত্তর: বর্ধমান
প্রশ্ন: (৪৮) ভারতের কোন্ রাজ্য কফি উৎপাদনে প্রথম?
উত্তর: কর্ণাটক
প্রশ্ন: (৪৯) পেনগঙ্গা কোন্ নদীর উপনদী?
উত্তর: গােদাবরী
প্রশ্ন: (৪৯) কয়লা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে কোন্ রাজ্য ?
উত্তর: ঝাড়খন্ড
প্রশ্ন: (৫০) ভারতে প্রথম কাগজ তৈরি হয় কোথায় ?
উত্তর: শ্রীরামপুরে
প্রশ্ন: (৫১) ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম করাে?
উত্তর: লুনি
প্রশ্ন: (৫২) ভারতের প্রথম শুল্কমুক্ত বন্দর কোনটি?
উত্তর: কান্ডালা
প্রশ্ন: (৫৩) জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?
উত্তর: সিকিম 
প্রশ্ন: (৫৪) আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
উত্তর: গোয়া
প্রশ্ন: (৫৫) ভারতের শ্রেষ্ঠ নদী কোনটি?
উত্তর: গঙ্গা
প্রশ্ন: (৫৬) বরমূলা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন্ রাজ্যে অবস্থিত?
উত্তর: জম্মু ও কাশ্মীর
প্রশ্ন: (৫৭) কোন্ মেঘে প্রচুর বৃষ্টি হয়?
উত্তর: কিউমুলাে নিম্বাস মেঘে
প্রশ্ন: (৫৮) কোন্ স্থানকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়?
উত্তর: ছােটোনাগপুরকে
প্রশ্ন: (৫৯) জামসেদপুরের সঙ্গে কোন্ শিল্প সংশ্লিষ্ট ?
উত্তর: লৌহ-ইস্পাত
প্রশ্ন: (৬০) জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সংযুক্ত?
উত্তর: গার্ডেনরিচ
প্রশ্ন: (৬১) মাইথন বাঁধ নির্মিত হয়েছে কোন নদীতে?
উত্তর: বরাকর নদীতে
প্রশ্ন: (৬২) যদুগড়া’ কী জন্য বিখ্যাত?
উত্তর: ইউরােনিয়ামের খনির জন্য বিখ্যাত
প্রশ্ন: (৬৩) ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় ?
উত্তর: দার্জিলিং-এর সিদ্ৰানাং-এ
প্রশ্ন: (৬৪) ভারতের চর্মশিল্পের প্রধান কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: কানপুরে
প্রশ্ন: (৬৫) পশ্চিমবঙ্গের দার্জিলিং কোন্ শিল্পের প্রধান কেন্দ্র ?
উত্তর : চা শিল্পের
প্রশ্ন: (৬৬) ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি?
উত্তর: আরাবল্লি
প্রশ্ন: (৬৭) সুবর্ণরেখা নদীর তীরে কোন্ ইস্পাত নগরী অবস্থিত?
উত্তর: রৌরকেল্লা
প্রশ্ন: (৬৮) ফারাক্কা বাঁধটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গে
প্রশ্ন: (৬৯) উত্তাপ ও বৃষ্টিপাত দুই-ই বেশি হয় কোন অঞ্চলে?
উত্তর: নিরক্ষীয় অঞ্চলে
প্রশ্ন: (৭০) ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
উত্তর: যােগ জলপ্রপাত
প্রশ্ন: (৭১) পশ্চিমবঙ্গের কোন্ নদীতে জোয়ার ভাটা হয়?
উত্তর: হুগলি নদী
প্রশ্ন: (৭২) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর: সান্দাকফু
প্রশ্ন: (৭৩) দুর্গাপুরে লৌহ-ইস্পাত শিল্প গড়ে উঠেছে কার সহযােগিতায়?
উত্তর: ব্রিটেনের সহায়তায়
প্রশ্ন: (৭৪) ভারতের মধ্যে লাক্ষা শিল্পে শ্রেষ্ঠ স্থান অধিকার করে কোন্ অঞ্চল?
উত্তর: কর্ণাটক
প্রশ্ন: (৭৫) তারাপুরে কী কেন্দ্র আছে?
উত্তর: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আছে
প্রশ্ন: (৭৬) কোন্ দিন উভয় গােলার্ধে দিবারাত্রি সমান?
উত্তর: ২১মার্চ
প্রশ্ন: (৭৭) কোন্ দিন উত্তর গােলার্ধে দিন ও হ্রস্বতম রাত্রি ?
উত্তর: ২১ জুন
প্রশ্ন: (৭৭) পৃথিবীর আয়তন কত?
উত্তর: ৫১ কোটি ৫৪ লক্ষ বর্গ কিমি
প্রশ্ন: (৭৮) গ্রহদের আলাের উৎস কী?
উত্তর : সূর্য
প্রশ্ন: (৭৯) পৃথিবীর আলােকিত অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখাকে কী বলে?
উত্তর: ছায়াবৃত্ত
প্রশ্ন: (৮০) সৌরজগতের কোন গ্রহের আকর্ষণ ক্ষমতা সব থেকে শক্তিশালী?
উত্তর : বৃহস্পতির
প্রশ্ন: (৮১) শুশুনিয়া কী জাতীয় পর্বত?
উত্তর: ক্ষয়জাত পর্বত
প্রশ্ন: (৮২) ফুজিয়ামা কী জাতীয় পর্বত?
উত্তর: আগ্নেয় পর্বত
প্রশ্ন: (৮৩) কোন্ শিলায় কোনাে স্তর থাকে না?
উত্তর: আগ্নেয়শিলায়
প্রশ্ন: (৮৪) কয়লা কী জাতীয় শিলা?
উত্তর: জৈব পাললিক শিলা
প্রশ্ন: (৮৫) শৈবাল সাগর কোথায় অবস্থিত?
উত্তর: আটলান্টিক মহাসাগরে
প্রশ্ন: (৮৬) অমাবস্যা ও পূর্ণিমার তিথিতে কোন্ জোয়ার হয়?
উত্তর: ভরা জোয়ার
প্রশ্ন: (৮৭) ভূমিকম্প হেতু বিশাল সামুদ্রিক ঢেউকে কী বলে?
উত্তর: সুনামি
প্রশ্ন: (৮৮) বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া
প্রশ্ন: (৮৯) ভূমিকম্প রেকর্ডকারী যন্ত্রটির নাম কী?
উত্তর: সিসমােগ্রাফ
প্রশ্ন: (৯০) লাক্ষাদ্বীপে মােট দ্বীপের সংখ্যা কয়টি?
উত্তর: ৩৬ টি
প্রশ্ন: (৯১) ভারতের বৃহত্তম তৈল শােধানাগারটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: গুজরাট
প্রশ্ন: (৯২) যে স্কেল দ্বারা ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করা হয় সেই স্কেলটিকে কী বলা হয় ?
উত্তর: রিক্টর স্কেল
প্রশ্ন: (৯৩) পৃথিবীর দীর্ঘতম নদী বাঁধ কোনটি?
উত্তর: হিরাকুঁদ বাঁধ
প্রশ্ন: (৯৪) ভারতের প্রথম উপগ্রহ কোনটি ?
উত্তর: আর্যভট্ট
প্রশ্ন: (৯৫) পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ?
উত্তর: পুরুলিয়া
প্রশ্ন: (৯৬) সুবর্ণরেখা নদীর বিখ্যাত জলপ্রপাতের নাম কী?
উত্তর: হুড্রু
প্রশ্ন: (৯৭) ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য কোনটি ?
উত্তর: কেরালা
প্রশ্ন: (৯৮) এখন যেখানে হিমালয় পূর্বে সেখানে কী ছিল?
উত্তর: টেথিস সাগর
প্রশ্ন: (৯৯) ভারতে কত বছর অন্তর আদমসুমারি হয়ে থাকে?
উত্তর: ১০ বছর অন্তর
প্রশ্ন: (১০০) চেন্নাই বিমান বন্দরের নাম কী?
উত্তর: মিনাবক্কম বিমানবন্দর
প্রশ্ন: (১০১) দিল্লি বিমান বন্দরের নাম কী?
উত্তর: ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর
প্রশ্ন: (১০২) মুম্বাই বিমান বন্দরের নাম কী ?
উত্তর: সন্ত্রাক্রুজ বিমানবন্দর
প্রশ্ন: (১০৩) পৃথিবীতে কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলেন?
উত্তর: মেণ্ডলীন/মান্দালিন (চাইনিস)
প্রশ্ন: (১০৪) কোন ফসলকে সােনার তন্তু বলে?
উত্তর: পাটকে
প্রশ্ন: (১০৫) কারাকোরামের চূড়া K2 এর অপর নাম কী?
উত্তর: গডউইন অস্টিন
প্রশ্ন: (১০৬) কোন্ পর্বতকে তার রঙের জন্য নামকরণ করা হয়েছে?
উত্তর: নীলগিরি পর্বত
প্রশ্ন: (১০৭) পূর্ব মেদিনীপুরের সদর কোন শহরটি ?
উত্তর: তমলুক
প্রশ্ন: (১০৮) পশ্চিমবঙ্গের কোথায় ভারত সরকারের একটি অস্ত্র নির্মাণের কারখানা আছে?
উত্তর: কাশিপুরে
প্রশ্ন: (১০৯) ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তর: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
প্রশ্ন: (১১০) পাঁচমারি কার সর্বোচ্চ শিখর ?
উত্তর: মহাদেও-এর
প্রশ্ন: (১১১) কোন্ স্থানের সময় অনুসারে ভারতের প্রমাণ সময় নির্ধারিত হয় ?
উত্তর: এলাহাবাদ
প্রশ্ন: (১১২) একটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন নক্ষত্রকে কী বলা হয়?
উত্তর: ব্ল্যাকহােল
প্রশ্ন: (১১৩) 'রণ’ কাকে বলে?
উত্তর: গুজরাটের অগভীর জলাভূমিকে
প্রশ্ন: (১১৪) চন্দ্রগ্রহণ কখন হয়?
উত্তর: পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝে আসে
প্রশ্ন: (১১৫) মানুষ কবে প্রথম চাঁদে অবতরণ করে?
উত্তর: ২১ জুলাই, ১৯৬৯
প্রশ্ন: (১১৬) কোন্ গিরিপথ শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযােগ রক্ষা করেছে?
উত্তর: বানিহাল
প্রশ্ন: (১১৭) ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক?
উত্তর: মধ্যপ্রদেশে
প্রশ্ন: (১১৮) যে সব উদ্ভিদ মরুভূমিতে জন্মায় তাদের কি বলে ?
উত্তর: জাঙ্গল উদ্ভিদ
প্রশ্ন: (১১৯) ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম কি ?
উত্তর: নর্মদা ও তাপ্তি
প্রশ্ন: (১২০) বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশ কোনটি ?
উত্তর: হংকং
নিচের থেকে সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করুন।

File Details::
File Name: ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 12
File Size: 146 KB

Click Here to Download

More PDFLink
১০০ টি ভূগোলের প্রশ্নোত্তরClick Here
ইতিহাসের ১০০+ গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফClick Here

1 comment:

Don't Leave any spam link.