Breaking

Mar 13, 2022

ইতিহাসের কিছু গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর-ডাউনলোড পিডিএফ ফাইল --বাংলাতে

ইতিহাসের কিছু গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর ডাউনলোড পিডিএফ ফাইল --বাংলাতে
ইতিহাসের কিছু গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর ডাউনলোড পিডিএফ ফাইল --বাংলাতে
ইতিহাসের কিছু গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর ডাউনলোড পিডিএফ ফাইল --বাংলাতে

নমস্কার বন্ধুরা,
      আজকে তোমাদের জন্য ইতিহাসের ১২০ টি গুরুত্তপূর্ণ প্রশ্ন-উত্তর পোস্ট করেছি , যেগুলো যে কোনো চাকরির পরীক্ষার জন্য উপযোগী । এগুলো দেখে নাও এবং নিচে পিডিএফ ফাইল দেওয়া আছে দরকার হলে ডাউনলোড করে নিতে পারো । বন্ধুরা পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ।

প্রশ্ন: (১) ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন?
উত্তর: ভিনসেন্ট স্মিথ।
প্রশ্ন: (২) কোন সভ্যতাকে নীলনদের দান বলা হয় ?
উত্তর: মিশরীয় সভ্যতাকে।
প্রশ্ন: (৩) ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কী ?
উত্তর: মেহেরগড় সভ্যতা।
প্রশ্ন: (৪) মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় ?
উত্তর: ১৯৭৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৫) হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয় ?
উত্তর: ১৯২১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৬) বেদকে কী বলা হয় ?
উত্তর: অপৌরুষেয়।
প্রশ্ন: (৭) ঝগবৈদিক যুগে রাজাকে পরামর্শদানের জন্য কী গড়ে উঠেছিল ?
উত্তর: সভা ও সমিতি।
প্রশ্ন: (৮) আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ কোনটি ?
উত্তর: বেদ।
প্রশ্ন: (৯) বেদগুলির মধ্যে প্রাচীনতম কোনটি ?
উত্তর; ঋগবেদ।
প্রশ্ন: (১০) আর্যরা ভারতে প্রথম কোন্ ধাতুর ব্যবহার চালু করেন ?
উত্তর: লৌহ ধাতুর।
প্রশ্ন: (১১) জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কী ?
উত্তর: আগম বা সিদ্ধান্ত।
প্রশ্ন: (১২) মহাবীর কার কাছে সন্ন্যাসধর্ম গ্রহণ করেন ?
উত্তর: গােসাল-এর কাছে।
প্রশ্ন: (১৩) মহাবীরের কোথায় মৃত্যু হয় ?
উত্তর: পাবানগরী।
প্রশ্ন: (১৪) বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী ?
উত্তর: ত্রিপিটক।।
প্রশ্ন: (১৫) গৌতমবুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কী বলে ?
উত্তর: মহাভিনিষ্ক্রমণ।
প্রশ্ন: (১৬) গৌতমবুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কী বলে ?
উত্তর: মহাপরিনির্বাণ।
প্রশ্ন: (১৭) কে পাটলিপুত্র নগরী স্থাপন করেন ?
উত্তর: উদয়ী।
প্রশ্ন: (১৮) মগধে কোন রাজার উপাধি ছিল ‘শ্রেণিক’ ?
উত্তর: বিম্বিসার-এর।
প্রশ্ন: (১৯) কোন রাজ্যকে কেন্দ্র করে ভারতে প্রথম সাম্রাজ্য গঠিত হয় ?
উত্তর: মগধ রাজ্যকে।।
প্রশ্ন: (২০) কোন্ রাজা কুনিক উপাধি ধারণ করেন ?
উত্তর: অজাত শত্রু।
প্রশ্ন: (২১) দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় ?
উত্তর: মহাপদ্মনন্দকে।।
প্রশ্ন: (২২) কোন বৌদ্ধ সন্ন্যাসির কাছে অশােক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন ?
উত্তর: উপগুপ্তর কাছে।
প্রশ্ন: (২৩) চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন্ গ্রিকদূত এদেশে আসেন ?
উত্তর: মেগাস্থিনিস।
প্রশ্ন: (২৪) অর্থশাস্ত্রের রচয়িতা কে ?
উত্তর: কৌটিল্য।
প্রশ্ন: (২৫) আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?
উত্তর: অ্যারিস্টটল।
প্রশ্ন: (২৬) ভারতের সর্বশ্রেষ্ঠ ইন্দো-গ্রিক রাজা কে ছিলেন ?
উত্তর: মিনান্দার।
প্রশ্ন: (২৭) ভারতের অ্যাটিলা কাকে বলা হয় ?
উত্তর: মিহিরকুলকে।
প্রশ্ন: (২৮) নানাঘাট শিলালিপির রচয়িতা কে ?
উত্তর: রানি নয়নিকা।
প্রশ্ন: (২৯) এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কথা জানা যায় ?
উত্তর: সমুদ্রগুপ্তের।
প্রশ্ন: (৩০) নবরত্ন কার সভায় ছিল ?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়।
প্রশ্ন: (৩১) ‘শিলাদিত্য’ উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উত্তর: হর্ষবর্ধন।
প্রশ্ন: (৩২) বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন ?
উত্তর: শশাঙ্ক।
প্রশ্ন: (৩৩) হর্ষবর্ধনের রাজত্বকালে আগত চিনা পর্যটক কে ?
উত্তর: হিউয়েন সাও।
প্রশ্ন: (৩৪) বাংলার নির্বাচিত রাজা কে ?
উত্তর: গোপাল।
প্রশ্ন: (৩৫) কার সময় কৈবর্ত বিদ্রোহ হয় ?
উত্তর: দ্বিতীয় মহীপাল-এর সময়।
প্রশ্ন : (৩৬) বিক্রমশীলা মহাবিহার কে নির্মাণ করেন ?
উত্তর: ধর্মপাল।
প্রশ্ন: (৩৭) বাঙালি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তর: বল্লাল সেন।
প্রশ্ন: (৩৮) "পৃথিবীর অষ্টম আশ্চর্য' বলে অভিহিত করা হয় কোনটিকে ?
উত্তর: বরবুদুরের স্তূপকে
প্রশ্ন : (৩৯) কোন্ ভাস্কর্যে সবুজ শিলা পাথর ব্যবহার করা হয়েছিল ?
উত্তর: গান্ধার ভাস্কর্যে।
প্রশ্ন: (৪০) চর্যাপদ কোন্ যুগে রচিত হয় ?
উত্তর: পালযুগে।
প্রশ্ন: (৪১) সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?
উত্তর: সতেরাে বার।
প্রশ্ন: (৪২) দিল্লির আলাে কাকে বলা হয় ?
উত্তর: নাসিরউদ্দিন চিরাগকে।
প্রশ্ন: (৪৩) কে সােমনাথ মন্দির লুণ্ঠন করেন ?
উত্তর: সুলতান মামুদ।
প্রশ্ন: (৪৪) ভারতের ইতিহাসে কে ‘পাগলা রাজা’ নামে পরিচিত ?
উত্তর: মহম্মদ বিন তুঘলক।
প্রশ্ন: (৪৫) কোন সুলতান তামার নােট প্রচলন করেন ?
উত্তর: মহম্মদ বিন তুঘলক।
প্রশ্ন: (৪৬) শেরশাহের প্রকৃত নাম কী ?
উত্তর: ফরিদ খা শুর।
প্রশ্ন: (৪৭) শেরশাহের নির্মিত গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল ?
উত্তর : বাংলা থেকে সিন্ধু পর্যন্ত।
প্রশ্ন: (৪৮) কোন যুদ্ধে প্রথম গােলাবারুদ ব্যবহার করা হয় ?
উত্তর: খানুয়ার যুদ্ধে।
প্রশ্ন: (৪৯) আকবরের কোথায় জন্ম হয় ?
উত্তর: অমরকোটে।
প্রশ্ন: (৫০) নূরজাহানের পূর্বনাম কী ছিল ?
উত্তর: মেহেরউন্নিসা।
প্রশ্ন: (৫১) তাজমহল কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: শাহজাহান।
প্রশ্ন: (৫২) ঔরঙ্গজেব কোন্ শিখ গুরুকে প্রাণদণ্ড দেন ?
উত্তর: গুরু তেগ বাহাদুর।
প্রশ্ন: (৫৩) ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুষিক’ বলে। অভিহিত করেছেন ?
উত্তর: শিবাজিকে।।
প্রশ্ন: (৫৪) আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উত্তর: ঔরঙ্গজেব।
প্রশ্ন: (৫৫) গ্রন্থসাহেব কে সংকলন করেন ?
উত্তর: গুরু গােবিন্দ সিং।
প্রশ্ন: (৫৬) লালকেল্লা কে নির্মাণ করেন ?
উত্তর: সম্রাট শাহজাহান।
প্রশ্ন: (৫৭) শিবাজির পতাকার নাম কী ?
উত্তর: ভাগােয়া ঝাণ্ডা
প্রশ্ন: (৫৮) কলকাতার ফোর্ট উইলিয়াম দূর্গ কবে নির্মিত হয় ?
উত্তর: ১৭০০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৫৯) কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয় ?
উত্তর: নানা ফড়নবীশকে।
প্রশ্ন: (৬০) সিরাজের প্রধান সেনাপতি কে ছিলেন ?
উত্তর: মীরজাফর
প্রশ্ন: (৬১) ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কবে দেওমানি লাভ করে ?
উত্তর: ১৭৬৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৬২) ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্ণর কে ছিলেন ?
উত্তর: লর্ড কার্টিয়ার।
প্রশ্ন: (৬৩) কলকাতার নাম আলিনগর কে রাখেন ?
উত্তর: সিরাজ উদ-দৌল্লা।
প্রশ্ন: (৬৪) দ্বৈত শাসন কে প্রবর্তন করেন ?
উত্তর: ক্লাইভ।
প্রশ্ন: (৬৫) অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেন ?
উত্তর: গুরু অর্জুন।
প্রশ্ন: (৬৬) অমৃতসরের সরােবর কে খনন করেছিলেন ?
উত্তর: শিখ গুরু রামদাস।
প্রশ্ন: (৬৭) নীলজল নীতি কী ?
উত্তর: গােয়ার পাের্তুগিজ শাসক আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার নীতি।
প্রশ্ন: (৬৮) সব লাল হাে জায়েগা এটি কার উক্তি ?
উত্তর: রণজিৎ সিংহের।
প্রশ্ন: (৬৯) গুরু অর্জুনকে কে হত্যা করেছিলেন ?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর।
প্রশ্ন: (৭০) বাংলায় দ্বৈত শাসনের অবসান কে ঘটান ?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: (৭১) বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী বর্ণিত হয়েছে ?
উত্তর: আনন্দ মঠ উপন্যাসে।
প্রশ্ন: (৭২) ইংরেজ বিরােধী প্রথম সংগঠিত উপজাতি বিদ্রোহ কোনটি ?
উত্তর: চুয়াড় বিদ্রোহ।
প্রশ্ন: (৭৩) ১৮৫৭-র মহাবিদ্রোহের সময় ভারতের বড়োলাট কে ছিলেন ?
উত্তর : লর্ড ক্যানিং।
প্রশ্ন: (৭৪) দুদু মিঞার প্রকৃত নাম কী ?
উত্তর: মােহম্মদ মুসিন বা মােহম্মদ মহসীন।
প্রশ্ন: (৭৫) সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ?
উত্তর: মঙ্গল পাণ্ডে।
প্রশ্ন: (৭৬) এশিয়াটিক সােসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৭৮৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৭৭) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৫৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৭৮) আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ?
উত্তর: সৈয়দ আহমেদ খাঁ।
প্রশ্ন: (৭৯) ভারতে প্রথম রেলপথ কবে চালু হয় ?
উত্তর: ১৮৫৩ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৮০) যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর: ভূপেন্দ্রনাথ দত্ত, বারীন ঘােষ।
প্রশ্ন: (৮১) জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৮৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৮২) জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় ?
উত্তর: ১৯০৬-এর ১৪ আগস্ট।
প্রশ্ন : (৮৩) “অভিনব ভারত' কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: দামােদর বিনায়ক সাভারকর।।
প্রশ্ন: (৮৪) গান্ধিজিকে কে মহাত্মা’ নামে অভিহিত করেন ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: (৮৫) গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: লালা হরদয়াল।
প্রশ্ন: (৮৬) ভারতের বিপ্লববাদের জনক বলে কাকে অভিহিত করা হয় ?
উত্তর: বাসুদেব বলবন্ত ফাদকে-কে।
প্রশ্ন: (৮৭) ভারতীয় জাতীয়তবাদের জনক কাকে বলা হয় ?
উত্তর: স্বামী বিবেকানন্দকে।।
প্রশ্ন: (৮৮) ভারতের মুকুটহীন রাজা’ কাকে বলা হয় ?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
প্রশ্ন: (৮৯) ডন সােসাইটি কে রচনা করেন ?
উত্তর: সতীশচন্দ্র মুখােপাধ্যায়।
প্রশ্ন: (৯০) গ্রাণ্ড ওল্ড ম্যান’ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: দাদাভাই নৌরজি।
প্রশ্ন: (৯১) 'সীমান্ত গান্ধি’ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: খান আবদুল গফফর খান।
প্রশ্ন: (৯২) আলিপুর বােমা মামলার প্রধান আসামি কে ছিলেন ?
উত্তর: শ্রী অরবিন্দ ঘােষ।
প্রশ্ন: (৯৩) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন ?
উত্তর: মাস্টারদা সূর্য সেন।
প্রশ্ন : (৯৪) কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?
উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (৯৫) গান্ধিজির নির্দেশে কংগ্রেস কবে ভারতের সর্বত্র স্বাধীনতা দিবস হিসাবে পালন করে ?
উত্তর: ১৯৩০-এর ২৬ জানুয়ারি।
প্রশ্ন: (৯৬) ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলে ?
উত্তর: মাদাম ভিকাজি রুস্তমজি কামাকে।।
প্রশ্ন: (৯৭) 'দেশ প্রিয়’ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: যতীন্দ্রমােহন সেনগুপ্ত।
প্রশ্ন: (৯৮) গান্ধিজির রাজনৈতিক গুরু কাকে বলা হয় ?
উত্তর: গােপাল কৃষ্ণ গােখলেকে।।
প্রশ্ন: (৯৯) বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: হেমচন্দ্র ঘােষ।
প্রশ্ন: (১০০) শের-ই-বেঙ্গল’ নামে কে পরিচিত ?
উত্তর: আব্দুল কাশেম ফজলুল হক।
প্রশ্ন: (১০১) 'গান্ধি বুড়ি’ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: মাতঙ্গিনী হাজরা।
প্রশ্ন: (১০২) 'তাম্রলিপ্ত জাতীয় সরকারের' সর্বাধিনায়ক কে ছিলেন ?
উত্তর: সতীশচন্দ্র সামন্ত।
প্রশ্ন: (১০৩) কে 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে’ নীতি ঘােষণা করেন ?
উত্তর: মহাত্মা গান্ধি।
প্রশ্ন: (১০৪) ভগৎ সিং-এর কবে ফাসি হয় ?
উত্তর: ১৯৩১-এর ২৩ মার্চ।
প্রশ্ন: (১০৫) সূর্য সেনের কবে ফাঁসি হয় ?
উত্তর: ১৯৩৪-এর ১২ জানুয়ারি।
প্রশ্ন: (১০৬) “দিল্লি চলাে’ কে ধ্বনি তুলেছিলেন ?
উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু।।
প্রশ্ন: (১০৭) ভারতীয় স্বাধীনতা সংঘের সভাপতি কে ছিলেন ?
উত্তর: রাসবিহারী বসু।
প্রশ্ন: (১০৮) নৌ-বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন ?
উত্তর: এম.এস.খান।
প্রশ্ন: (১০৯) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে ছিলেন ?
উত্তর: জওহরলাল নেহরু!
প্রশ্ন: (১১০) 'সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ কে ঘােষণা করেন ?
উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী র্্যামসে ম্যাকডােনাল্ড।
প্রশ্ন: (১১১) 'বাংলার বাঘ’ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: স্যার আশুতােষ মুখােপাধ্যায় ।
প্রশ্ন: (১১২) 'ইন কিলাব জিন্দাবাদ’ ধ্বনি কে দেন ?
উত্তর: ভগৎ সিং।
প্রশ্ন: (১১৩) পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করে কংগ্রেসের কোন অধিবেশনে ?
উত্তর: ১৯২৯ খ্রিস্টাব্দের লাহাের অধিবেশনে।
প্রশ্ন: (১১৪) নৌ-বিদ্রোহীদের আত্মসমর্পণের ব্যাপারেে মধ্যস্থতা কে করেছিলেন ?
উত্তর: সর্দার বল্লভ ভাই প্যাটেল।
প্রশ্ন: (১১৫) 'খুদা-ই খিদমগার’-এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: খান আব্দুল গফফর খান।
প্রশ্ন: (১১৬) কাকে ভারতের বিসমার্ক বলা হয় ?
উত্তর: সর্দার বল্লভ ভাই প্যাটেলকে।
প্রশ্ন: (১১৭) ভারত বিভাগের সিদ্ধান্ত ঘােষণা কবে হয় ?
উত্তর: ১৯৪৭-এর ৩ জুন।
প্রশ্ন: (১১৮) ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয় ?
উত্তর: ১৯৪৭-এর ১৮ জুলাই।
প্রশ্ন: (১১৯) ব্রিটিশ ভারতের শেষ গভর্ণর জেনারেল কে ছিলেন ?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।
প্রশ্ন: (১২০) স্বাধীন ভারতের শেষ গভর্ণর জেনারেল কে ছিলেন ?
উত্তর: রাজা চক্রবর্তী গােপালাচারী।
নিচের থেকে সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করুন।

File Details::
File Name: ইতিহাসের কিছু গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 14
File Size:300 KB

Click Here to Download

More PDFLink
ভূগোলের ১০০+ গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফClick Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.