GK Mock Test Part 5 for all exams |
- কোন কোষীও অঙ্গানুর মধ্যে DNA বর্তমান ?
- আপনার ক্যারিজ হলে কার কাছে যাবেন ?
- ভুপালে গ্যাস দুর্ঘটনার কারণ ছিল MIC গ্যাস নি:সরন, সেটি হল -
- মানুষের শরীরে মোট হারের সংখ্যা হলো কয়টি ?
- সি.এন.জি (CNG)-র অর্থ কি ?
- পর্নমোচী গাছে কি হয় ?
- মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ?
- মানবদেহের ইনসুলিনের মুখ্য কাজ কি ?
- পৃথিবী তার কক্ষের উপর কোন দিক থেকে কোন দিকে আবর্তিত হয় ?
- ভিলাই কোথায় অবস্থিত ?
মাইটোকন্ড্রিয়া
সাইটোপ্লাজম
গলগিবডি
লাইসোজোম
কার্ডিওলজিস্ট
অর্থপেডিক্স
ডেন্টিস্ট
নিউরোলজিস্ট
ইথাইল আইসোসায়ানাইট
মিথাইল আইসোসায়ানেট
মিথাইল আইসোসায়ানাইট
মিথাইল আইসোসাইট্রেট
208
209
206
204
কনভারটেড ন্যাচারাল গ্যাস
কনডিউসড ন্যাচারাল গ্যাস
কনডাকটেড ন্যাচারাল গ্যাস
কম্প্রেসড ন্যাচারাল গ্যাস
গ্রীষ্মে ফুল ঝরে যায়
শীতে পাতা ঝরে যায়
শীতে ফুল ঝরে যায়
শীতে মরে যায়
98.6 ডিগ্রি ফারেনহাইট
40 ডিগ্রি ফারেনহাইট
98.4 ডিগ্রি ফারেনহাইট
38.1 ডিগ্রি ফারেনহাইট
রক্তচাপ নিয়ন্ত্রণ করা
খাদ্য পরিপাকে সাহায্য করা
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা
মানবদেহে আয়োডিনের মাত্রা নিয়ন্ত্রণ করা
পূর্ব থেকে পশ্চিমে
পশ্চিম থেকে পূর্বে
উত্তর থেকে দক্ষিণে
পশ্চিম থেকে উত্তরে
বৃক্কে
মুখগহ্বরে
ফুসফুসে
ক্ষুদ্রান্ত্রে
খুব সুন্দর ।
ReplyDelete