সমস্ত বিষয়ের উপরে সাধারণ জ্ঞান |
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের জন্য একটা খুবই গুরুত্তপূর্ণ সাধারণ জ্ঞানের তথ্য নিয়ে এসেছি, যেগুলো সমস্ত চাকরির পরীক্ষায় প্রায়শই এসেই থাকে । আপনাদের পড়ার সুবিধার্থে নিচে পিডিএফ ফাইল দেওয়া হয়েছে, প্রয়োজনবোধে ডাউনলোড করে নিতে পারেন একদম বিনামূল্যে। আমাদের এই পোস্ট গুলো যদি কোনোভাবে আপনাদের সাহায্যে আসে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে । বন্ধুরা পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ।
সাধারণ জ্ঞানের প্রশ্ন-উত্তর
1) শব্দ যেতে পারে না কিসের মধ্য দিয়ে ➡️ শূন্য মাধ্যমে
2) মাটির রঙ লাল হয় ➡️ লৌহের উপস্থিতিতে
3) রবিশস্য কোন মাটিতে ভালো জন্মে ➡️ পলি
4) কুমীরের শ্বাস অঙ্গের নাম ➡️ ফুসফুস
5) মরীচিকা কি ধরনের প্রতিবিম্ব ➡️ অসদ প্রতিবিম্ব
6) কোন পেশী মাছের গমনে সাহায্য করে ➡️ মায়োটোম পেশী
7) 1 বিলিয়ন ➡️ 100 কোটি
8) প্রজনন ক্ষমতার হ্রাস ঘটে কোন ভিটামিনের অভাবে ➡️ ভিটামিন-E
9) ক্ষুদ্রতম পাখির নাম ➡️ হামিং বার্ড
10) নিউট্রনের আবিস্কারক ➡️ চ্যাডউইক
11) বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি ➡️ টাংস্টেন
12) কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ➡️ ফ্যাদোমিটার
13) শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হলো ➡️ ফোনোগ্রাফ
14) দুটি নিউরোনের সংযোগস্থলকে বলে ➡️ সাইন্যাপস
15) পানিপথের তৃতীয় যুদ্ধ হয় ➡️ 1761 খ্রিস্টাব্দে
16) ভারতের বৃহত্তম সংবাদ সংস্থার নাম ➡️ পি.টি.আই
17) কোন বৎসর থেকে 'শকাব্দ' প্রচলিত হয় ➡️ 78 খ্রি:
18) কোন পদার্থ অধাতু হলেও তাপ ও তড়িৎ পরিবহন করে ➡️ গ্রাফাইট
19) কত খ্রিস্টাব্দে শিবাজির মৃত্যু হয় ➡️ 1680 খ্রি:
20) 'অ্যাঙস্ট্রম' কিসের একক ➡️ আলোর তরঙ্গ দৈর্ঘ্য
21) কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের পার্থক্য একই ➡️ 40ডিগ্রি C
22) 'আলিনগরের সন্ধি' কত সালে হয় ➡️ 1757 সালে
23) দেশলাই বাক্সের দুপাশে কি লাগানো থাকে ➡️ লাল ফসফরাস ও অ্যান্টিমনি সালফাইড
24) উদায়শঙ্কর কিসের সাথে যুক্ত ➡️ নৃত্য
25) কাকে প্রথম 'ভারতরত্ন' উপাধি দেওয়া হয় ➡️ ড: চক্রবর্তী রাজাগোপালাচারীকে
26) 'গ্র্যান্ড ট্রাঙ্ক' রোডের বিস্তৃতি ➡️ কলকাতা থেকে অমৃতসর পর্যন্ত
27) স্বর্ণমন্দির কোন ধর্মের সঙ্গে যুক্ত ➡️ শিখ
28) পঞ্চতন্ত্রের লেখক ➡️ বিষ্ণু শর্মা
29) নীল নদের উৎস ➡️ ভিক্টরিয়া হ্রদ
30) দেওধর ট্রফি যুক্ত ➡️ ক্রিকেটের সঙ্গে
31) এশিয়ার বৃহত্তম পরিষ্কার জলের হ্রদ ➡️ বৈকাল
32) 'ক্যারাটে' কথার অর্থ ➡️ খালি হাত
33) 'ভূমিকম্পের দেশ' বলে ➡️ জাপানকে
34) Au হলো ➡️ সোনার চিহ্ন
35) যে পাখি সবচেয়ে বড় ডিম পাড়ে ➡️ উঠ পাখি
36) বেসিনের সন্ধি হয়েছিল ➡️ 1802 সালে
37) 'ক্যাটারাক্ট' রোগটি মানবদেহে কোন অঙ্গকে ক্ষতি করে ➡️ চোখ
38) গোবর গ্যাসে থাকে ➡️ মিথেন
39) L.P.G এর মিশ্রণ হলো ➡️ বিউটেন ও প্রপেন
40) 'গোদান' বইটির লেখক হলেন ➡️ মুন্সী প্রেমচাঁদ
41) ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো ➡️ সিসমোগ্রাফ
42) 'Ashes' শব্দটি যুক্ত ➡️ ক্রিকেটের সঙ্গে
43) পোখরান অবস্থিত ➡️ রাজস্থানে
44) বেটন কাপ দেওয়া হয় ➡️ হকি খেলায়
45) জাপানের মুদ্রার নাম ➡️ ইয়েন
46) কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ➡️ 1857 সালে
47) সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ➡️ লর্ড ক্যানিং
48) বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম ➡️ ব্যারোমিটার
49) ভারতে প্রথম তৈল শোধনাগার স্থাপিত হয় ➡️ অসমে
50) রাজ্যভিষেকের পর শিবাজী কি উপাধি নিয়েছিলেন ➡️ ছত্রপতি
File Details::
File Name: সাধারণ জ্ঞানের গুরুত্তপূর্ণ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 7
File Size:251 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Don't Leave any spam link.