Breaking

Mar 17, 2020

জীবন বিজ্ঞানের প্রশ্ন উত্তর সমস্ত পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ন

জীবন বিজ্ঞানের প্রশ্ন উত্তর সমস্ত পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ন
জীবন বিজ্ঞানের প্রশ্ন উত্তর সমস্ত পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ন
জীবন বিজ্ঞানের প্রশ্ন উত্তর সমস্ত পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ন

নমস্কার বন্ধুরা,
       জীবন বিজ্ঞানের উপরে কিছু প্রশ্ন উত্তর দেওয়া হলো যেগুলো সমস্ত সরকারি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ন। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।

১):- একটি উভয় লিঙ্গ প্রাণী ?
ক)আরশোলা
খ)কেঁচো✔️
গ)মানুষ
ঘ)গরু
২):- নিষিক্ত ডিম্বানুকে বলা হয় ?
ক)জাইগোট✔️
খ)স্পোর
গ)জাইগোস্পোর
ঘ)কোনটিই নয়
৩):- উদ্ভিদে কলমের সাহায্যে জনন কে বলা হয়?
ক)যৌন
খ)অযৌন
গ)কৃত্রিম অঙ্গজ জনন✔️
ঘ)অপুংজনন
৪):- কনজুগেশান ঘটে এমন উদ্ভিদ ?
ক)অ্যাগারিকাস
খ)ভিউ নারিয়া
গ)স্পাইরোগাইরা✔️
ঘ)কোনটিই নয়
৫):- দ্বিনিষেক দেখা যায় এমন উদ্ভিদ ?
ক)ছোলা
খ)রেড়ি✔️
গ)আম
ঘ)মোটর
৬):- গুপ্তবীজের সস্য ?
ক)ডিপ্লয়েড
খ)ট্রিপ্লয়েড
গ)হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড
ঘ)ট্রিপ্লয়েড✔️
৭):- নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরি হয়?
ক)বিজে
খ)ফলে✔️
গ)শস্য
ঘ)পাতায়
৮):- কোনটি অন্ডজরায়ুজ প্রাণী ?
ক)কুকুর
খ)কাতলা মাছ
গ)হাসানুর
ঘ) হাঙর✔️
৯):- পুনরুৎপাদন দেখা যায়নি কোনটিতে ।
ক)হাইড্রা
খ)প্লান এরিয়া
গ)তারা মাছ
ঘ)আরশোলায়✔️
১০):-পাতার দ্বারা উদ্ভিদের অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদে?
ক)পাথরকুচি✔️
খ)ফনিমনসা
গ)রবার
ঘ)আম
১১):-কোন কলমে স্টক এবং সিয়ন দেখা যায়?
ক)গুটি কলম
খ)শাখা কলম
গ)দাবা কলম
ঘ)জোড় কলম✔️
১২):- মানুষের ক্ষেত্রে রজঃ চক্র গড়ে কত দিন পর পর হয় ?
ক)11 দিন
খ)17 দিন
গ)18 দিন
ঘ)28 দিন✔️
১৩):- শুক্রাণুকে পুষ্টি যোগায় ?
ক)লেডি কোষ
খ)সারটোলি কোষ✔️
গ)প্রষ্টেট ব্লাড
ঘ)কার্পাস লুটিয়াম
১৪):- অক্সিন প্রয়োগ করে বীজবিহীন ফল উৎপন্ন করাকে বলে ?
ক)পার্থেনন জেনেনিন
খ)পার্থেনোকার্পিক✔️
গ)অ্যাপস ফেয়ার
ঘ)কোনোটিই নয়
১৫):- দাবা কলম এর উদাহরণ ?
ক)গাঁদা
খ)ডালিয়া
গ)চন্দ্রমল্লিকা✔️
ঘ)গোলাপ
১৬):- যৌন জননের উদ্ভাবক বলে খ্যাত ?
ক)ক্যামেরার ইয়ার্স
খ)কোয়ার্টার এমিস
গ)ব্ল্যাক ম্যান
ঘ)কোলরয়টার✔️
১৭):- অঙ্গ পুনরুপত্তি দেখা যায় ?
ক)হাইড্রা
খ)প্লানেরিয়া✔️
গ)টিকটিকির লেজ
ঘ)কেঁচো
১৮):- মাশরুম গ্রন্থি দেখা যায় ?
ক)কেঁচো
খ)তারা মাছ
গ)আরশোলায়✔️
ঘ)আরে লিয়া
১৯):- রসালো মূল দ্বারা অঙ্গজ জনন ঘটে ?
ক)ওল
খ)শতমূলে✔️
গ)চুপরি আলু
ঘ)চন্দ্রমল্লিকা
২০):- প্লাসমোটমি প্রদর্শন করে কোন প্রানি ?
ক)কেঁচো
খ)শামুক
গ)ওপালিনা✔️
ঘ)গরু
21. রক্ত হল___
[ক] প্রশম
[খ] অম্লিক
[গ] ক্ষারীয় ✔️
[ঘ] কোনটিই নয়
22. শ্বাসকার্যের জন্য দায়ী পেশিগুলি হল_
[ক] ঐচ্ছিক পেশী
[খ] অনৈচ্ছিক পেশী ✔️
[গ] হৃদপেশি
[ঘ] কঙ্কাল পেশী
23. মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে?
[ক] কার্বোহাইট্রেট
[খ] প্রোটিন
[গ] ফ্যাট ✔️
[ঘ] সবকটি
24. কোন ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে, তার দেহে কোনটির অভাব দেখা যায়?
[ক] লোহিত রক্তকণিকা
[খ] শ্বেত রক্তকণিকা
[গ] রক্তরস
[ঘ] অনুচক্রিকা✔️
25. শিশুর যকৃতের মধ্যে কোন খনিজ সঞ্চিত থাকে?
[ক] আয়রন ✔️
[খ] আয়োডিন
[গ] ফসফরাস
[ঘ] ক্যালসিয়াম
26. বাঁধাকপি কোথায় খাদ্য সঞ্চয় করে?
[ক] পাতায় ✔️
[খ] কান্ডে
[গ] শিকড়ে
[ঘ] ফলে
27. সোয়াবিন থাকে___
[ক] ফ্যাট
[খ] কার্বোহাইট্রেট
[গ] খনিজ
[ঘ] প্রোটিন✔️
28. কুইনাইন ক্ষরিত হয়___
[ক] মালবেরি গাছ থেকে
[খ] ইউক্যালিপ্টাস গাছ থেকে
[গ] কোকো গাছ থেকে
[ঘ] সিঙ্কোনা গাছ থেকে✔️
29. খাদ্যনালীর ______ অংশে জলের পুনঃশোষণ হয়।
[ক] পাকস্থলী
[খ] যকৃৎ
[গ] ক্ষুদ্রান্ত্র
[ঘ] বৃহদন্ত্র✔️
30. ____ কোষ প্রাচীরের প্রধান উপাদান।
[ক] কাইটিন
[খ] প্রোটিন
[গ] সেলুলোজ ✔️
[ঘ] লিপিড
31. মানুষের দেহকোষে ______ জোড়া ক্রোমোজোম থাকে।
[ক] ২২
[খ] ৩৩
[গ] ২৩✔️
[ঘ] ৪৪
32. লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়?
[ক] পাতায়
[খ] কাঁদে
[গ] মুলে ✔️
[ঘ] ফলে
33. বন্ধ্যাত্ব প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে?
[ক] ভিটামিন A
[খ] ভিটামিন B
[গ] ভিটামিন D
[ঘ] ভিটামিন E✔️
34. মানব শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়?
[ক] বৃক্ক
[খ] পাকস্থলী
[গ] যকৃৎ ✔️
[ঘ] বৃহদন্ত্র
35. ____উদ্ভিদ সালোকসংশ্লেষে অক্ষম।
[ক] মস
[খ] ফার্ন
[গ] ছত্রাক ✔️
[ঘ] ভলভক্স
36. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগটির নাম কি?
[ক] গ্লুকোজ
[খ] PGA✔️
[গ] NADPH₂
[ঘ] O₂
37. পায়রার _____ বায়ুথলি থাকে।
[ক] ৮ টি
[খ] ৯ টি✔️
[গ] ৫ জোড়া
[ঘ] ৩ জোড়া
38. পূর্ণবয়স্ক মানুষের মোট অস্থির সংখ্যা কত?
[ক] ২০৫ টি
[খ] ২০০ টি
[গ] ২০৬ টি ✔️
[ঘ] ২৫০ টি
39. পিটুইটারি গ্রন্থি পাওয়া যায়___
[ক] ব্রেইনের উপরে
[খ] ব্রেইনের নিচে✔️
[গ] ব্রেইনের পশে
[ঘ] কোনটিই সঠিক নয়
40. কোন খনিজ পদার্থটি হিমোগ্লোবিনে অবস্থিত?
[ক] আয়রন ✔️
[খ] ম্যাগনেশিয়াম
[গ] তামা
[ঘ] ক্যালশিয়াম

File Details:
PDF Name :জীবন বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর
Language : Bengali
Size : 1 MB
No. of Pages : 11
Download Link : Click Here To Download


GK MCQ Link
50 টি সাধারণ বিজ্ঞানের এককথায় প্রশ্নোত্তরClick Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.