বৌদ্ধ সম্মেলন প্রথম, দ্বিতীয় ,তৃতীয় ,চতুর্থ ...তারিখ, স্থান ,কার আমলে হয়েছিল
বৌদ্ধ সম্মেলন |
প্রথম বৌদ্ধ সম্মেলন হয় 483 খ্রিস্টপূর্বে অজাত শত্রুর আমলে রাজগৃহে অনুষ্ঠিত হয় এই সম্মেলনের সভাপতি ছিলেন মহাকাশ্যপ, এই সম্মেলনে বুদ্ধের বাণী গুলি বিনয় পিটক ও সূত্র পিটকে সংকলিত হয়।
দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন
দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় 383 খ্রিস্টপূর্বে কালাশোকের আমলে বৈশালিতে অনুষ্ঠিত হয় এই সম্মেলনের সভাপতি ছিলেন সাবাকামি।
তৃতীয় বৌদ্ধ সম্মেলন
তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় 250 খ্রিস্টপূর্বে অশোকের আমলে পাটলিপুত্রে অনুষ্ঠিত হয় এই সম্মেলনের সভাপতি ছিলেন উপগুপ্ত, এই সম্মেলনে অভিধম্মপিটক সংকলিত হয়।
চতুর্থ বৌদ্ধ সম্মেলন
চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় 72 খ্রিস্টপূর্বে কনিষ্কের আমলে কাশ্মীরে অনুষ্ঠিত হয় এই সম্মেলনের সভাপতি ছিলেন বসুমিত্র, এই সম্মেলনে বৌদ্ধ ধর্ম হীনজান ও মহাযান দুটি শাখায় বিভাজন হয়।
♦️ শর্ট ট্রিক প্রয়োজন হয় না , তবু কারও যদি কাজে লাগে
"রবিপাকা" বলে মনে রাখতে পারেন
র = রাজগৃহ
বি = বৈশালী
পা =পাটলিপুত্র
কা = কাশ্মীর
📌দয়াকরে এটাকে মজা ভাববেন না ,অনেকসময় পরীক্ষাতে এগুলোও কাজে আসে । আপনার প্রয়োজন না হলে এড়িয়ে যাবেন ।
Link | |
---|---|
ইতিহাসের ১০০+ এককথায় প্রশ্নোত্তর | Click Here |
Nice shorts trick.. Lot of thank.. I want need more trick.. That i can cover & remember things all history ..
ReplyDeleteThank you . You can like our Facebook page @Competitive EXAM guide to get more updates and also connected in this blogger site.
Delete