Breaking

Aug 6, 2024

August 06, 2024

WB ANM And GNM 2024 এন্ট্রান্স পরীক্ষার জীবন বিজ্ঞানের প্রশ্নোত্তর

WB ANM And GNM 2024 এন্ট্রান্স পরীক্ষার জীবন বিজ্ঞানের প্রশ্নোত্তর


প্রশ্ন: (1) যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলে -
উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
প্রশ্ন: (2) আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য ?
🅐︎ টোকোফেরল
🅑︎ থায়ামিন
🅒︎ নিয়াসিন
🅓︎ রাইবোফ্ল্যাভিন 
উত্তর: 🅐︎ টোকোফেরল 
প্রশ্ন: (3) নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত ক্ষারটি ডিএনএ তে থাকে না ?
🅐︎ থাইমিন
🅑︎ ইউরাসিল 
🅒︎ অ্যাডেনিন
🅓︎ সাইটোসিন
উত্তর: 🅑︎ ইউরাসিল 
প্রশ্ন: (4) নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে ?
🅐︎ ট্রিপসিন
🅑︎ পেপসিন
🅒︎ ইরেপসিন
🅓︎ রেনিন
উত্তর: 🅑︎ পেপসিন
প্রশ্ন: (5) নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না ?
🅐︎ হিম
🅑︎ বিলিরুবিন
🅒︎ বিলিভার্ডিন 
🅓︎ লেসিথিন
উত্তর: 
প্রশ্ন: (6) সঠিক ক্রমটি নির্বাচন করো -
🅐︎ উদ্দীপক-গ্রাহক-মোটর নিউরোন-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র-সেনসরি নিউরোন-কারক-সাড়া 
🅑︎ উদ্দীপক-গ্রাহক-সেনসরি নিউরোন-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র-মোটর নিউরোন-কারক-সাড়া 
🅒︎ উদ্দীপক-কারক-মোটর নিউরোন-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র-সেনসরি নিউরোন-গ্রাহক-সাড়া 
🅓︎ উদ্দীপক-কারক-সেনসরি নিউরোন-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র-মোটর নিউরোন-গ্রাহক-সাড়া 
উত্তর: 🅑︎ উদ্দীপক-গ্রাহক-সেনসরি নিউরোন-কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র-মোটর নিউরোন-কারক-সাড়া 
প্রশ্ন: (7) কোনটি কোশচক্রের কোন চেক পয়েন্ট নয় ?
🅐︎ GI -BS
🅑︎ G2 - M
🅒︎ M - GI
🅓︎ S
উত্তর: 🅓︎ S
প্রশ্ন: (8) নিম্নলিখিত কোনটি একটি খাদ্য-শৃঙ্খল গঠন করে ?
🅐︎ ঘাস, গম এবং আম
🅑︎ ঘাস, ছাগল এবং মানুষ
🅒︎ ছাগল, গরু এবং হাতি
🅓︎ ঘাস, মাছ এবং ছাগল
উত্তর: 🅑︎ ঘাস, ছাগল এবং মানুষ
প্রশ্ন: (9) নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয় ?
🅐︎ ডিম্বাশয়
🅑︎ জরায়ু
🅒︎ ভাস ডিফারেন্স
🅓︎ ফ্যালোপিয়ান টিউব
উত্তর: 🅒︎ ভাস ডিফারেন্স
প্রশ্ন: (10) নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয় ?
🅐︎ পিটুইটারি
🅑︎ অ্যাড্রেনাল
🅒︎ শুক্রাশয়
🅓︎ থাইরয়েড
উত্তর: 🅓︎ থাইরয়েড
প্রশ্ন: (11) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে স্বোয়ান কোষ সম্পর্কিত ?
🅐︎ ডেনড্রাইট
🅑︎ অ্যাক্সন 
🅒︎ কোশদেহ
🅓︎ সাইন্যাপস 
উত্তর: 🅑︎ অ্যাক্সন 
প্রশ্ন: (12) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ ?
🅐︎ অগ্ন্যাশয়
🅑︎ যকৃৎ
🅒︎ অ্যাপেনডিক্স 
🅓︎ পিত্তথলী 
উত্তর: 🅒︎ অ্যাপেনডিক্স 
প্রশ্ন: (13) পায়রার দেহে বায়ুথলির সংখ্যা হল -
উত্তর: 9 টি
প্রশ্ন: (14) নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি ?
🅐︎ E. Coli
🅑︎ Bacillus 
🅒︎ Rhizobium 
🅓︎ Helicobacter
উত্তর: 🅒︎ Rhizobium 
প্রশ্ন: (15) নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশন -এর কারণ ?
🅐︎ বায়ুদূষণ
🅑︎ জলদূষণ
🅒︎ আলোক দূষণ 
🅓︎ শব্দ দূষণ
উত্তর: 🅑︎ জলদূষণ
প্রশ্ন: (16) নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত ?
🅐︎ কোশ থিওরি
🅑︎ উত্তরাধিকার সূত্র
🅒︎ লিংকেজ থিওরি
🅓︎ অরিজিন অফ স্পিসিস
উত্তর: 🅑︎ উত্তরাধিকার সূত্র
প্রশ্ন: (17) প্রাকৃতিক অক্সিন কোনটি ?
উত্তর: IAA
প্রশ্ন: (18) নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে ?
🅐︎ সেরিব্রাম
🅑︎ সেরিবেলাম
🅒︎ হাইপোথ্যালামাস
🅓︎ পনস 
উত্তর: 🅑︎ সেরিবেলাম
প্রশ্ন: (19) ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে ?
উত্তর: কাইটিন 
প্রশ্ন: (20) দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়ণকে বলে - 
উত্তর: হাইব্রিডাইজেশন
প্রশ্ন: (21) নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে ?
উত্তর: হিস্টোন 
প্রশ্ন: (22) নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয় ?
🅐︎ জিম্নস্পার্মস
🅑︎ মোনোকটস 
🅒︎ টেরিডোফাইটস 
🅓︎ ডাইকটস 
উত্তর: 🅒︎ টেরিডোফাইটস 
প্রশ্ন: (23) B গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন আগ্লুটিনিন উপস্থিত থাকে ?
উত্তর: B এবং অ্যান্টি A 
প্রশ্ন: (24) যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে বলে -
উত্তর: অন্ডজ 
প্রশ্ন: (25) নিচের থেকে সঠিক জোড়টি খুঁজে বার করো -
🅐︎ অগ্ন্যাশয় - মিশ্রগ্রন্থি 
🅑︎ প্লীহা - অন্ত:ক্ষরা গ্রন্থি
🅒︎ ডিম্বাশয় - বহিঃক্ষরা গ্রন্থি
🅓︎ ত্বক - মিশ্রগ্রন্থি
উত্তর: 🅐︎ অগ্ন্যাশয় - মিশ্রগ্রন্থি 
প্রশ্ন: (26) কোন অরণ্যে যখন কোন একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায় ?
🅐︎ অন্ত:প্রজাতি
🅑︎ আন্ত:প্রজাতি
🅒︎ A এবং B উভয়ই
🅓︎ এগুলির কোনোটিই নয়
উত্তর: 
প্রশ্ন: (27) কোশচক্রের ইন্টারফেজের কোন উপদশায় DNA -এর পরিমাণ 2C থেকে 4C হয় ?
উত্তর: S 
প্রশ্ন: (28) বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হলো -
উত্তর: আমাদের পেশীতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া।
প্রশ্ন: (29) নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিড থাকে না ?
🅐︎ - COOH 
🅑︎ -OH 
🅒︎ -NH2
🅓︎ -CN
উত্তর: 🅓︎ -CN
প্রশ্ন: (30) বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আছে ?
🅐︎ 3
🅑︎ 4
🅒︎ 5
🅓︎ 6
উত্তর: 🅓︎ 6

#Unofficial

May 11, 2024

May 11, 2024

WBP Constable GK Mocktest in Bengali Part 103

WBP Constable GK Mocktest in Bengali Part 103
হ্যালো বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য আজকে জিকের ২০টি প্রশ্ন নিয়ে মকটেস্ট পর্ব নম্বর ১০৩ উপস্থাপন করা হলো। আশা রাখি মকটেস্ট দিয়ে অনেক জানা জিনিস রিভিশন হয়ে যাবে এবং কিছু অজানা প্রশ্ন শেখা হয়ে যাবে, যা তোমার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তাই আর সময় অপচয় না করে মকটেস্টটি দেওয়ার জন্য নিচে মকটেস্ট শুরু করুন বাটনে ক্লিক করে অংশগ্রহন করো। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় থাকবে ৩০ সেকেন্ড।
Quiz Application
Quiz Application
বিষয়: WBP জিকে
মোট প্রশ্ন: ২০
পূর্ণমান: ২০
সময়: 30 সেকেন্ড/প্রশ্ন

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

MocktestLink
❏ WBP জিকে মকটেস্ট পর্ব ১০২Click Here
❏ WBP জিকে মকটেস্ট পর্ব ১০১Click Here

Apr 19, 2024

April 19, 2024

ANM and GNM Nursing Entrance 2024 Mocktest in Bengali Part 30

ANM and GNM Nursing Entrance 2024 Mocktest in Bengali Part 30

Hello Students,
ANM এবং GNM এন্ট্রান্স টেস্ট 2024 নেবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বাের্ড । তোমাদের প্রস্তুতিকে একটু এগিয়ে নিয়ে যাবার জন্য আজকে GNM/ANM - এর মকটেস্ট পর্ব 30 উপস্থাপন করা হলো। মকটেস্টটি দিতে নিচে মকটেস্ট শুরু করুন বাটনে ক্লিক করে অংশগ্রহন করুন । প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় থাকবে 30 সেকেন্ড। বন্ধুরা পোস্টটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং এমন মকটেস্ট দেওয়ার জন্য প্রত্যহ আমাদের সাইট ফলো করুন অথবা আপডেট পেতে টেলিগ্রামে যুক্ত হয়ে যান।
বিষয়: বিজ্ঞান
মোট প্রশ্ন: ২০টি
পূর্ণমান: ২০
সময়: ৩০ সেকেন্ড/প্রশ্ন
Quiz Application
Quiz Application

নার্সিং এন্ট্রান্স মকটেস্ট
সময়: ৩০ সেকেন্ড/প্রশ্ন

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

আরোও দেখুনলিঙ্ক
Nursing এন্ট্রান্স টেস্ট পর্ব ২৯Click Here
Nursing এন্ট্রান্স টেস্ট পর্ব ২৮Click Here

Apr 18, 2024

April 18, 2024

One Liner General Knowledge Questions Answers in Bengali Set 91

One Liner General Knowledge Questions Answers in Bengali Set 91
প্রশ্ন: (1) ফ্যাসিবাদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
উত্তর: মুসোলিনি।
প্রশ্ন: (2) বাংলার প্রথম বিপ্লবী সমিতির নাম কি ?
উত্তর: অনুশীলন সমিতি।
প্রশ্ন: (3) পদ্মপুরাণ কে রচনা করেন ?
উত্তর: বিজয় গুপ্ত।
প্রশ্ন: (4) কোন দিনটিকে মহাবিষুব বলা হয় ?
উত্তর: 21 মার্চ।
প্রশ্ন: (5) জীববৈচিত্রের হটস্পট বলতে কী বোঝায় ?
উত্তর: জলাভূমি।
প্রশ্ন: (6) সংসদের উচ্চকক্ষের নাম কি ?
উত্তর: রাজ্যসভা।
প্রশ্ন: (7) ভূপৃষ্ঠের গড় উষ্ণতা কত ?
উত্তর: ২২ ডিগ্রী সেন্টিগ্রেট।
প্রশ্ন: (8) জলে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে কি বলে ?
উত্তর: অনুপ্রস্থ তরঙ্গ।
প্রশ্ন: (9) জাহাজ মহল কোথায় অবস্থিত ?
উত্তর: উদয়পুর।
প্রশ্ন: (10) মার্গারেট নোবেল কি নামে পরিচিত ?
উত্তর: ভগিনী নিবেদিতা।